মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪, ০৬:৫২:০২

বয়সটা আমার কাছে শুধুই সংখ্যা : রোনালদো

বয়সটা আমার কাছে শুধুই সংখ্যা : রোনালদো

স্পোর্টস ডেস্ক : ফেবারিট দলগুলোর সবাই নিজেদের প্রথম ম্যাচ খেলে ফেলেছে জার্মানিতে চলমান ইউরো চ্যাম্পিয়নশিপে। বাকি কেবল ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। মঙ্গলবার রাতে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ২০১৬ সালের চ্যাম্পিয়নদের ইউরো মিশন। এ ম্যাচে মাঠে নামলে রোনালদো গড়বেন অনন্য কীর্তি। ৬ বার ইউরোতে খেলা প্রথম ফুটবলার হবেন তিনি।

কিছুদিন আগে রোনালদো বলেছেন, ‘৩৯ বছরে ফুটবল খেলতে পারা তার জন্য উপহার।’ বয়সটা তার কাছে শুধুই সংখ্যা।

গত বিশ্বকাপের আগে পর্তগালের তৎকালীন কোচ ফার্নান্দো সান্তোস রোনালদকো আন্তর্জাতিক ফুটবল ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু চলতি ইউরোর প্রথম ম্যাচে মাঠে নামার আগে বর্তমান কোচ মার্তিনেজ বলেছেন, ‘রোনালদো এমন একজন ফুটবলার যিনি সব পারেন। নামে নয়, নিজেদের যোগ্যতা দিয়েই জাতীয় দলে রোনালদো। তিনি দলে জায়গা করে নিয়েছেন মেধা দিয়েই।’

কাতার বিশ্বকাপের পর থেকে রোনালদো সৌদি আরবের লিগের ক্লাব আল নাসরে খেলছেন। ক্লাব ফুটবল খেলতেই তিনি ইউরোপ ছেড়েছেন। গত মৌসুমে আল নাসরের হয়ে ৫০ গোল করেছেন ৩৯ বছর বয়সী এই ফুটবলার। এটাই তার যোগ্যতা বলে উল্লেখ করেছেন পর্তুগালের কোচ।

চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে মার্তিনেজ বলেছেন, ‘ক্রিশ্চিয়ানো রোনালদো যোগ্যতার ভিত্তিতে জাতীয় দলে আছেন। কেউ শুধু নাম থাকলেই জাতীয় দলে জায়গা পান না। সে ৫০ গোল করেছেন লিগে। এটা তার সাথে সামঞ্জস্যপূর্ণ। তিনি আমাদের কোয়ালিফিকেশন রাউন্ডেও ৯টি গোল করেছেন।’

রোনালদো কেবল একজন গোল স্কোরারই নন, দলের অন্যদের জন্য অনুপ্রেরণাও। কোচ বলেছেন, ‘তিনি একজন গোল স্কোরার এবং দলের জন্য এমন গুরুত্বপূর্ণ একজন যে চূড়ান্ত পদক্ষেপ নিতে পারেন। বছরের পর বছর ধরে তিনি খেলছেন। এখন খেলার ধরণও কিছুটা পরিবর্তন করেছেন। তবে আমি অবশ্যই বলবো- ক্রিশ্চিয়ানো জাতীয় দলে আছেন তার মেধা স্কোরিং ব্যাকআপ দিয়ে।’

ইউরোর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচে ৩-০ গোলে জিতেছে পর্তুগাল। এই জয়ের জন্য দু’বার গোল করেছেন রোনালদো। 

রোনালদোর সতীর্থ ডায়াস বলেছেন, ‘রোনালদো এমন একজন ফুটবলার যিনি স্বপ্ন দেখাতে পারেন, অর্জন করতে পারেন। তার মতো একজন ফুটবলারকে সাথে পেয়ে আমরা আনন্দিত। তিনি তার ক্যারিয়ারের এই সময়ে আমাদের সাথে আছেন। তিনি সত্যিই আবার জিততে চান। আমাদের অধিনায়ক এবং আমরা সর্বদা তাকেই অনুসরণ করি।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে