স্পোর্টস ডেস্ক : ইউরোতে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচ জিতলেও নাক ভেঙেছে ফ্রান্সের ফুটবলার কিলিয়ান এমবাপ্পের। তবে নাকে কোনো রকমের অস্ত্রোপচারের দরকার পড়ছে না এই ফরাসি তারকার।
কিন্তু এবার এমবাপ্পেকে মাঠে নামতে হবে মাস্ক পরে। ফ্রান্সের ফুটবল ফেডারেশনের সভাপতি ফিলিপ দিয়ালো বিষয়টি নিশ্চিত করেছেন।
ম্যাচের ৯০ মিনিটে হেড করতে গিয়ে বিপাকে পড়েন এমবাপ্পে। অস্ট্রিয়ান ডিফেন্ডার কেভিন দানসোরের সঙ্গে সংঘর্ষে এমবাপ্পে নাকে চোট পান। এসময় তার নাক দিয়ে ঝরঝর করে রক্ত পড়তে দেখা যায়। এরপর তাকে মাঠে থেকে তুলে নেন ফ্রান্স কোচ দিদিয়ের দেশম।
ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, নাক ভাঙার পর এমবাপ্পেকে হাসপাতালে নেয়া হয়েছিল। স্থানীয় সময় রাত একটার দিকে হাসপাতাল ছেড়ে দলের সঙ্গে যোগ দেন তিনি। ফ্রান্স ফুটবল ফেডারেশনের সভাপতি জানিয়েছেন, পরীক্ষার পর দলের মেডিকেল স্টাফরা মনে করছে এমবাপ্পের নাকে অস্ত্রোপচারের প্রয়োজন নেই।
এমবাপ্পে অবশ্য নিজেই এক্স-এ মাস্কের জন্য পরামর্শ চেয়েছেন।