শনিবার, ২২ জুন, ২০২৪, ০৩:১০:২৯

সাকিব-মোস্তাফিজ ভারতের ‘গলার কাঁটা’

সাকিব-মোস্তাফিজ ভারতের ‘গলার কাঁটা’

স্পোর্টস ডেস্ক : ভারত-বাংলাদেশ লড়াই মানেই উত্তাপ, উন্মাদনা আর রোমাঞ্চ। শক্তি ও সামর্থ্যে বড় পার্থক্য থাকলেও দুই দলের লড়াইয়ে জেগে ওঠে লড়াইয়ের পারদ। আজ আরেকবার সেই লড়াইয়ে মুখোমুখি হচ্ছে দুই প্রতিবেশী দেশ। ভারতের কিংবদন্তি পেসার জহির খান মনে করেন, সাকিব-মোস্তাফিজ ভারতের জন্য ‘গলার কাঁটা’ হয়ে দাঁড়াতে পারেন।

আজ শনিবার (২২ জুন) অ্যান্টিগায় বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে ভারতের মুখোমুখি হবে নাজমুল হোসেনের দল। বিশ্বকাপে ভারত এখন পর্যন্ত অপরাজিত দল। গ্রুপ পর্বের সব ম্যাচ জেতা ভারত সুপার এইটে প্রথম ম্যাচে হারিয়েছে আফগানিস্তানকেও। বাংলাদেশের বিপক্ষেও তাই ভারত ফেভারিট।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের টক শোতে বাংলাদেশকে ভারতের জন্য কঠিন প্রতিপক্ষ বলে মন্তব্য করেছেন জহির, ‘ভারতের জন্য তিন বিভাগে ঠিকঠাকভাবে খেলা জরুরি। যে কাজগুলো ভালোভাবে করে আসছে, সেগুলোকে আরও ভালো করতে হবে। ভালো ক্রিকেট খেলেই সামনে এগিয়ে যেতে হবে।’

‘বাংলাদেশের বিপক্ষে ম্যাচ কখনো সহজ হয় না। সবসময় সতর্ক থাকতে হয়। যে কোনো সময়ে ম্যাচ থেকে ছিটকে যেতে পারেন। কোনো বিভাগেই খারাপ করা যাবে না। বাংলাদেশ দলের মধ্যে এই আত্মবিশ্বাস ফেরানো যাবে না যে এই ম্যাচ তারাও জিততে পারে।’- আরও যোগ করেন জহির।

এই ম্যাচে ভালো করতে হলে বাংলাদেশকেও শুরু থেকে আত্মবিশ্বাসী থাকতে হবে জানিয়ে জহির আরও বলেন, ‘বড় দলের বিপক্ষে যখন আপনি খেলবেন, তখন আপনাকে আত্মবিশ্বাস নিয়েই লড়াই করতে হবে। এটা বিশ্বাস করতে হবে যে দিনটা আপনার হলে এবং সুযোগ পেলে অবশ্যই ভালো কিছু করতে পারেন।’

সাকিবের ব্যাপারে তার মন্তব্য, ‘সাকিবের ভালো ছন্দে থাকা জরুরি। তাকে রান করতে হবে। কারণ, আমরা দেখেছি, বাংলাদেশ যখনই ভালো করে, তার সঙ্গে সাকিবের কোনো না কোনো অবদান থাকে। লম্বা সময় ধরে এটা আমরা দেখে আসছি। বাংলাদেশের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ।’

বিশ্বকাপে বাংলাদেশের বোলিং দুর্দান্ত। এই ধারাটা ধরে রাখতে মোস্তাফিজকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে জানিয়ে জহির আরও বলেন, ‘বোলিংয়ের দিক থেকে বাংলাদেশকে বেশ ভালো দল বলেই মনে হয়। বোলাররা খুব ধারাবাহিক। মোস্তাফিজুর রহমানকে তার ছন্দ ধরে রাখতে হবে। বল হাতে নেতৃত্ব দিতে তাকেই দিতে হবে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে