রবিবার, ২৩ জুন, ২০২৪, ১২:০৭:০৯

এটাই কী সাকিবের শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ? অবসর নিয়ে যা জানালেন

এটাই কী সাকিবের শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ? অবসর নিয়ে যা জানালেন

স্পোর্টস ডেস্ক : ভারতে অনুষ্ঠিত ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আগ মুহূর্তে এক সাক্ষাৎকারে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান জানিয়েছিলেন ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে পারেন তিনি। সেই হিসেব অনুযায়ী এটাই হতে যাচ্ছে তার শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ।

এছাড়া অনেকের ধারণা এবারের বিশ্বকাপ শেষেই টি-টোয়েন্টি ফরম্যাটকে বিদায় জানাবেন এই অলরাউন্ডার। তবে এরকম কোনো পরিকল্পনা নেই সাকিবের। ভারতের বিপক্ষে ম্যাচ শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এই অলরাউন্ডার জানিয়েছেন, শেষটা সময়ের ওপর ছেড়ে দিয়েছেন তিনি।

ভারতের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অবসর ইস্যুতে সাকিব একটু রহস্যই রেখে দিলেন। তার ভাষায়, ‘শেষ কিনা জানি না। পৃথিবীতে যেকোনো কিছু হওয়া সম্ভব। সিদ্ধান্ত নেবে বোর্ড, আমারও কিছু সিদ্ধান্ত আছে।’

আসন্ন ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি দিয়েই কি শেষ এমন প্রসঙ্গ তুলতেই সাকিবের উত্তর, ‘বলেছিলাম, ওটা তখন পর্যন্ত চিন্তা। চিন্তা পরিবর্তন হতেই পারে। এসব নিয়ে চিন্তিত নই।’

এখন বিষয়টি সময়ের হাতে ছেড়ে দিচ্ছেন সাকিব। তিনি বলেন, ‘সামনে অনেক বড় বিরতি আছে। দল যদি মনে করে আমার দরকার আছে, আমি যদি মনে করি আমার দরকার আছে, উপভোগ না করলে অবশ্যই খেলার বিষয় না। এটা সময়ের ব্যাপার। সামনে বড় বিরতি আছে। টেস্ট ম্যাচ আছে। এটা সময়ের ওপর ছেড়ে দিই। সময় হলেই সবাই জানতে পারবে।’

এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে ৩টি ম্যাচ জিতেছে বাংলাদেশ, এখন পর্যন্ত ৩টি হেরেছে। এই ফল সাকিবের চোখে ‘খুব একটা খারাপ না’। বাংলাদেশ ভারতের বিপক্ষে ম্যাচ খেলে অ্যান্টিগা থেকে চলে যাচ্ছে পরের ভেন্যু সেন্ট ভিনসেন্টে। সেখানে তাদের প্রতিপক্ষ আফগানিস্তান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে