সোমবার, ২৪ জুন, ২০২৪, ১২:০৯:০৫

যে দুই ক্রিকেটারের প্রশংসা করলেন মাশরাফি

যে দুই ক্রিকেটারের প্রশংসা করলেন মাশরাফি

স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে বাংলাদেশের পরাজয়ের পর ক্রিকেটারদের সমালোচনায় মেতেছে সমর্থকরা। বিশেষ করে একাদশে তাসকিনকে না রাখায় অনেকেই হয়েছেন বিস্মিত। সমর্থকদের মতো জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও অবাক হয়েছেন ভারতের বিপক্ষে বাংলাদেশের একাদশে তাসকিনকে না দেখে। একই সঙ্গে প্রশংসায় ভাসিয়েছেন রিশাদ এবং তানজিম সাকিবকে।

নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে মাশরাফি লেখেন, ‘সাউথ আফ্রিকা আর আমেরিকার খেলা দেখেই বোঝা গিয়েছিলে এই উইকেট অন্য মাঠের মতো না, এখানে রান হবে। আমরা প্রথম ম্যাচে জাকেরকে বসিয়ে মাহেদীকে খেলিয়েছি কারণ অবশ্যই দুই ওপেনারই বাঁহাতি ছিল।’

নিজের সেই পোস্টে তিনি আরও যোগ করেন, ‘এমনিতে দল রান করতে পারছে না সেখানে একজন ব্যাটসম্যান কমিয়ে অফস্পিনার খেলানো অবশ্যই সাহসী সিদ্ধান্ত আমার কাছে মনে হয়েছিল। আজও মাহেদী খেলেছে এবং ভালো বলও করেছে কিন্তু সেটা তাসকিনকে কেন বসিয়ে সেটা বুঝতে পারিনি।’

তাসকিন প্রসঙ্গে সেই পোস্টে মাশরাফি লেখেন, ‘যতটুকু জানি ২০২২ এর বিশ্বকাপ থেকে শুরু করে আজ পর্যন্ত তাসকিন যতগুলো ম্যাচ খেলেছে স্রেফ আগের ম্যাচটাই অর্থাৎ অস্ট্রেলিয়ার সঙ্গেই সে শুধু উইকেটলেস ছিল, তারপর আবার বিগত দুইবছর তার ইকোনমি রেটও সাত এর নিচে। সুতরাং পরিস্কার যে আমরা আমাদের সেরা বোলার এবং জেনুইন উইকেট টেকিং অপশন বাইরে রেখেই এই ম্যাচ খেলতে নেমেছি।’

তানজিম সাকিব এবং রিশাদের প্রশংসা করে জাতীয় দলের সাবেক এই অধিনায়ক লেখেন, ‘তানজিম সাকিব এবং রিশাদ এই দুজন আসলেই অসাধারণ। দুজনই বিশ্বকাপের শুরু থেকেই প্রতি ম্যাচে নিজেদের সেরাটা দিতে পেরেছে। আমি আসলে রিশাদকে নিয়ে দারুণ আশাবাদী কারণ একজন লেগ স্পিনার আমাদের ক্রিকেটে সত্যিই দরকার ছিল।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে