স্পোর্টস ডেস্ক : ভারতের দেওয়া ২০৬ রানের লক্ষ্য ১৫.৩ ওভারের মধ্যে তাড়া করতে পারলে নেট রানরেটে ভারতকে ছাড়িয়ে যেত অস্ট্রেলিয়া। সেটা তো দূরের কথা, ম্যাচই জিততে পারেনি অজিরা। ২৪ রানের জয়ে সেমি ফাইনাল নিশ্চিত করেছে ভারত।
গ্রুপ-১ থেকে প্রথম দল হিসেবে সেমির টিকিট পেয়েছে ভারত। তাদের এই জয়ে জমে উঠেছে বাকি তিন দলের সেমির সমীকরণ। এখন তিন দলেরই সেমিতে যাওয়ার সম্ভাবনা বেঁচে রইলো। বাংলাদেশকে হারালে কোনো হিসেব ছাড়াই সেমিতে যাবে আফগানিস্তান। তবে বাংলাদেশ যদি আফগানিস্তানের বিপক্ষে আগে ব্যাটিং করে ১৬০ রান করে এবং ৬২ রানের ব্যবধানে জিততে পারে তাহলে সেমিতে যাবে টাইগাররা।
সোমবার সেন্ট লুসিয়ায় টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৫ রান করে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৯২ রান করেন রোহিত। জবাবে খেলতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮১ রানের বেশি করতে পারেনি অস্ট্রেলিয়া।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে ব্যর্থ ডেভিড ওয়ার্নার। এই অভিজ্ঞ ওপেনার ফিরেছেন ৬ বলে ৬ রান করে। তবে ওয়ার্নারের বিদায় খুব একটা প্রভাব ফেলেনি অজিদের রান রেটে। শুরু থেকেই ঝোরো গতিতে রান তুলেছেন ট্রাভিস হেড ও মিচেল মার্শ। এ দুজনের আক্রমণাত্মক ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে এক উইকেট হারিয়ে ৬৫ রান তুলে অস্ট্রেলিয়া।
মার্শকে ৩৭ রানে ফিরিয়ে রানের গতিতে লাগাম দেন কুলদিপ যাদব। চারে নেমে দারুণ শুরু করেছিলেন ম্যাক্সওয়েল। তবে ১২ বলে ২০ রানের বেশি করতে পারেননি।
এরপর এক প্রান্ত আগলে রেখে দুর্দান্ত ব্যাটিং করেছেন হেড। তবে তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি আর কেউই। শেষ পর্যন্ত ৪৩ বলে ৭৬ রানে থেমেছেন এই ওপেনার। তার বিদায়ের পর ম্যাচ থেকেই ছিটকে যায় অজিরা। শেষদিকে টিম ডেভিড-প্যাট কামিন্সরা চেষ্টা করেছেন। তবে তা কেবলই ব্যবধান কমিয়েছে, জয়ের জন্য যথেষ্ট হয়নি।