স্পোর্টস ডেস্ক : এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপে অপরাজিত থেকে ফাইনালে উঠেছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। শনিবার (২৯ জুন) রাতে শিরোপা নির্ধারণী ম্যাচে ফাইনালে মুখোমুখি হবে দুই দল। আবহাওয়ার পূর্বাভাস বড় দুঃসংবাদ, বৃষ্টি হানা দিতে পারে বাংলাদেশ সময় আগামীকাল রাত সাড়ে ৮টায় শুরু হতে যাওয়া বার্বাডোজের ফাইনালেও।
আগামীকাল ফাইনাল ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে ম্যাচ গড়াবে রিজার্ভ ডেতে। তবে দুশ্চিন্তার বিষয় হলো রিজার্ভ ডেতেও রয়েছে বৃষ্টির আশঙ্কা। শেষ পর্যন্ত যদি রিজার্ভ ডেও বৃষ্টিতে ভেসে যায়, ফাইনাল ম্যাচ সম্পন্ন না হয়, তাহলে শিরোপা নির্ধারণ হবে কীভাবে?
আইসিসি বলছে, ফাইনালের নির্ধারিত দিনে বৃষ্টি হলে ম্যাচের ওভার কাটার আগে অপেক্ষা করা হবে ১৯০ মিনিট বা ৩ ঘণ্টা ১০ মিনিট। ম্যাচের নিষ্পত্তি করতে হলে কমপক্ষে দুই দলের খেলা হতে হবে ১০ ওভার করে। এই ১০ ওভার করে খেলাও যদি ফাইনালের দিন শেষ না হয়, তাহলে ম্যাচ গড়াবে রিজার্ভ ডেতে।
রিজার্ভ ডেতে খেলা না হলে ভারত–দক্ষিণ আফ্রিকাকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। ম্যাচ টাই হয়ে যদি সুপার ওভারে গড়ায় এবং আবহাওয়ার কারণে সুপার ওভার না হয়, তাহলেও দুই দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। এখানে আর টুর্নামেন্টের আগের অংশে কোন দল এগিয়ে বা পিছিয়ে ছিল, সেটা দেখা হবে না।