বৃহস্পতিবার, ০৪ জুলাই, ২০২৪, ১১:২৭:৫৮

মুস্তাফিজকে নিয়ে যে বার্তা দিলেন ওয়াসিম আকরাম

মুস্তাফিজকে নিয়ে যে বার্তা দিলেন ওয়াসিম আকরাম

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি ক্রিকেটে দুর্দান্ত বোলার মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও তার বোলিংয়ের প্রশংসা করে সাবেক ক্রিকেটাররা। এবার টাইগার এই কাটার মাস্টারের প্রশংসা করলেন 'সুইং অব সুলতান' খ্যাত পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরাম।

এক ইউটিউব চ্যানেলে বর্তমান সময়ের সেরা কিছু বাঁহাতি পেসারদের নিয়ে কথা বলেছেন ওয়াসিম আকরাম। সেখানে উঠে আসে মুস্তাফিজের কথা। আকরামের মতে, মুস্তাফিজের কাটার এতটা কার্যকর হয় তার অনুশীলনের জন্য।

পাকিস্তানের সাবেক এই পেসার বলেন, '(কাটার এত কার্যকরী হওয়ার কারণ) অনুশীলন ও ছদ্মবেশী। বল করার আগে তার অ্যাকশন পরিবর্তন হয় না, আঙুল খোলে না, চাইলে খুলে করতে পারে। এসব কারণেই সে ধারাবাহিক। তার চোট সমস্যা আছে, তার টেস্টে আগ্রহ নেই।'

টি-টোয়েন্টিতে মুস্তাফিজ যে খুব ভালো বোলার সেটাও বলেছেন ওয়াসিম। তিনি বলেন, 'যেহেতু আমরা এখানে টি-টোয়েন্টি নিয়ে কথা বলছি, সেখানে সে খুবই ভালো। বিশেষ করে তার কাটার। এখন সে ইনসুইংও শিখে গেছে। নতুন বলে সেটা হয়তো তেমন নজরে পড়ে না। ইনসুইং শেখার জন্য সে খুব অনুমেয় হয়ে গিয়েছিল।'

বাংলাদেশের হয়ে ১০৩টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন মুস্তাফিজ। সেখানে ৭.৪০ ইকোনমিতে ১২৮ উইকেট পেয়েছেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পঞ্চম সর্বোচ্চ উইকেট শিকারি মুস্তাফিজ। জাতীয় দলের পাশাপাশি বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেও নাম কুড়িয়েছেন তিনি। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে