শনিবার, ০৬ জুলাই, ২০২৪, ০৯:৪৪:১৯

প্রথমবারেই কোপায় বাজিমাত করল কানাডা, ইতিহাস গড়ে সেমিতে

প্রথমবারেই কোপায় বাজিমাত করল কানাডা, ইতিহাস গড়ে সেমিতে

স্পোর্টস ডেস্ক : শক্তিমত্তায় দুই দলই ছিল প্রায় সমানে সমান। তবে গ্রুপপর্বে তিন ম্যাচের সবকটিতে জেতা লাতিন আমেরিকান দল ভেনিজুয়েলাকেই হয়তো অনেকে এগিয়ে রেখেছিলেন। 

সেসব হিসেব-নিকেশ বদলে দিয়ে দেখা গেল সম-দাপটের এক ম্যাচ। প্রথমবার কোপা আমেরিকা খেলতে নামা কানাডা ভেনিজুয়েলাকে সমান তালে চ্যালেঞ্জ জানিয়েছে। যদিও নির্ধারিত সময় শেষ হয় ১-১ গোলে। পরে রোমাঞ্চ ছড়ানো টাইব্রেকারে জিতে প্রথমবার সেমিফাইনালে উঠে ইতিহাস গড়েছে কানাডা।

নিজেদের ইতিহাসে তৃতীয়বারের মতো কোপার সেমিফাইনালে ওঠার দ্বারপ্রান্তে ছিল ভেনিজুয়েলা। সেই সুযোগ তারা হারিয়েছে পেনাল্টি শ্যুট আউটে ৪-৩ ব্যবধানে হেরে। অন্যদিকে, প্রথমবার কোপায় খেলতে নেমেই অভিষেকে বাজিমাত করল কানাডা। 

উত্তর আমেরিকান অঞ্চলের বাছাইপর্ব পেরিয়ে প্রথমবার তারা কোপায় খেলতে নামে। মহাদেশটির তৃতীয় কোনো দল হিসেবে এবার সেমিতেও উঠেছে কানাডা। এর আগে মেক্সিকো ও হন্ডুরাস উত্তর আমেরিকা থেকে কোপার সেমিফাইনাল খেলেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে