রবিবার, ১৪ জুলাই, ২০২৪, ০৫:৪১:২৩

পাকিস্তানের সেঞ্চুরি করা ক্রিকেটার আর নেই

পাকিস্তানের সেঞ্চুরি করা ক্রিকেটার আর নেই

স্পোর্টস ডেস্ক : জীবন প্রদীপ নিভে গেছে টেস্ট অভিষেকে সেঞ্চুরি করা পাকিস্তানের প্রথম ব্যাটার বিলি ইবাদুল্লার। ৮৮ বছর বয়সে গত শুক্রবার পরপারে পাড়ি জমিয়েছেন তিনি।

পাকিস্তানের হয়ে ১৯৬৪ থেকে ১৯৬৭ সাল পর্যন্ত ৪ বছরের ক্যারিয়ারে মাত্র ৪টি টেস্ট খেলেছেন ইবাদুল্লা। অস্ট্রেলিয়ার বিপক্ষে করাচিতে নিজের প্রথম টেস্ট খেলতে নেমেই ১৬৬ রানের ইনিংস খেলে ইতিহাসের পাতায় নাম লেখান এই অলরাউন্ডার। 

পাকিস্তানের হয়ে অভিষেকে টেস্ট সেঞ্চুরি করা প্রথম ব্যাটার তিনি। সেই টেস্টে আরও একটি রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন ইবাদুল্লা। এই রেকর্ডে তার সঙ্গী ছিলেন আরেক অভিষিক্ত আবদুল কাদির। উইকেটরক্ষক ব্যাটারকে নিয়ে উদ্বোধনী জুটিতে ২৪৯ রান করে রেকর্ড গড়েন ইবাদুল্লা।

যা দুই অভিষিক্ত ব্যাটারের যেকোনো উইকেট ‍জুটিতে সর্বোচ্চ। দীর্ঘ সংস্করণে গড়া তাদের এই রেকর্ড আর কেউ ভাঙতে পারেনি।

করাচি টেস্টের পর আরো ৩ টেস্ট খেললেও কখনো আর ফিফটি করতে পারেননি ইবাদুল্লা। ৩২ রান ছিল তার ক্যারিয়ারের দ্বিতীয় সর্বোচ্চ।

সবমিলিয়ে ক্যারিয়ারে ২৫৩ রান করেছেন তিনি। আর উইকেট পেয়েছেন একটি। আন্তর্জাতিক ক্যারিয়ার দীর্ঘ না হলেও প্রথম শ্রেণির ক্যারিয়ার বেশ সমৃদ্ধ ছিল তার।

প্রথম শ্রেণির ক্যারিয়ারে ৪১৭ ম্যাচ খেলা ইবাদুল্লা ৩৭৭ ম্যাচ খেলেছেন ওয়ারউইকশায়ারের হয়েই। সবমিলিয়ে ১৭ হাজার ০৭৮ রান করেছেন এই ব্যাটার।

উইকেট নিয়েছেন ৪৬২টি।  ৮২ ফিফটির বিপরীতে সেঞ্চুরি করেছেন ২২ টি। অন্যদিকে ৬৪ লিস্ট ‘এ’ ম্যাচ খেলে ৮২৯ রান করেছেন। সঙ্গে অফ স্পিনে ৮৪ উইকেট নিয়েছেন। 

খেলোয়াড়ি জীবনের ইতি টেনে আম্পায়ারিংয়ে ক্যারিয়ার গড়েছিলেন ইবাদুল্লা। প্রথম শ্রেণির ২০ ম্যাচের বিপরীত ১২ লিস্ট ‘এ’ ম্যাচ পরিচালনা করেছেন তিনি। এ ছাড়া নিউজিল্যান্ডে একটি প্রাইভেট কোচিং ক্লিনিকও চালাতেন তিনি। ইবাদুল্লার পুত্র কাসেম ইবাদুল্লাও একজন ক্রিকেটার। গ্লুস্টারশায়ার ও ওটাগোর হয়ে ৩১টি প্রথম শ্রেণির এবং ১৯টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন কাসেম।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে