সোমবার, ১৫ জুলাই, ২০২৪, ১২:১৫:৪৬

স্টেডিয়ামে ঢুকতে শুরু করেছে দর্শকরা, একটু পরে শুরু হবে কোপা ফাইনাল

 স্টেডিয়ামে ঢুকতে শুরু করেছে দর্শকরা, একটু পরে শুরু হবে কোপা ফাইনাল

স্পোর্টস ডেস্ক : বর্তমান কোপা ও বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং উরুগুয়ের মধ্যকার কোপা আমেরিকার ফাইনাল শুরু হবে আমেরিকার স্থানীয় সময় সন্ধ্যা আটটায়। কিন্তু সকাল থেকেই দর্শকদের আনাগোনায় জমে উঠেছে মায়ামির হার্ডরক স্টেডিয়াম এলাকা। 

খেলার এখনও ৭ ঘন্টা বাকি থাকলেও দুপুর একটায় স্টেডিয়াম এলাকায় গিয়ে দেখা গেলো গাড়ির দীর্ঘ সারি। ৩৩ ডিগ্রী তাপমাত্রার প্রচণ্ড গরম উপেক্ষা করে দর্শকরা নেচে গেয়ে মাতিয়ে রেখেছে স্টেডিয়াম এলাকা।

তবে অনুমিতভাবেই এখন পর্যন্ত এই মেসির ঘরের স্টেডিয়াম এলাকা কলম্বিয়ান দর্শকদের দখলে। কলম্বিয়ার পতাকা আর নিজ দলের জার্সি গায়ে স্টেডিয়ামের বাইরে দলে দলে মিছিল করতে দেখা গেলো। সেই হিসেবে আর্জেন্টিনার দর্শক খুব বেশি চোখে পড়েনি।
হার্ডরক স্টেডিয়াম মূলতঃ মেসির ক্লাব দল ইন্টার মায়ামির নিজস্ব স্টেডিয়াম।

১৯১৬ সালে শুরু হওয়া বিশ্বের অন্যতম প্রাচীন ফুটবল টুর্নামেন্ট কোপা, এই নিয়ে দ্বিতীয়বারের মতো আয়োজন হচ্ছে যুক্তরাষ্ট্রে। দুই বছর পর ২০২৬ সালে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা জুড়ে হবে বিশ্বকাপ ফুটবলের আসর। এ কারণে এবারের কোো আয়োজনটি তাদের জন্য অনেকটা টেস্ট কেস। কোপা ফাইনাল নিয়ে আমেরিকান দর্শকদের উন্মাদনা চরমে।

দর্শকদের প্রবল চাহিদার কারণে ২০০ ডলারের টিকেট দুই হাজার থেকে সর্বোচ্চ ৯৭ হাজার ডলারে বিক্রি হচ্ছে। ৬৪ হাজার ৭২৭ দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়ামে এরপরেও জায়গা দিতে হিমশিম খেতে হচ্ছে আয়োজকদের।

দীর্ঘ ২৩ বছরের পর কোন বৈশ্বিক টুর্নামেন্টে প্রথমবারের মতো ফাইনালে উঠায় কোপার দ্বিতীয় শিরোপা জয়ের আশায় মুখিয়ে আছে কলম্বিয়ান দর্শকরা। বৈধ ও অবৈধ মিলে প্রায় ১০ লাখ কলম্বিয়ানের বাস ফ্লোরিডায়, যেখানে আর্জেন্টাইন বসবাস করে দেড় লাখের মতো। ফলে গ্যালারির খেলায় হামেস রদ্রিগেজরা ভালোই সমর্থন পাবেন।

তবে কোপার সবচেয়ে সফল মেসিদের বৈশ্বিক সমর্থনের কারণে গ্যালারিতেও খুব বেশি পিছিয়ে থাকবে না। দর্শক উন্মাদনায় খেলার মাঠে হার-জিত যারই হোক ফুটবলের জয় হবে নিশ্চিত।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে