স্পোর্টস ডেস্ক : ২০২১ সালের কোপা জয়ের পর টানা দ্বিতীয় কোপা আমেরিকার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। মাঝে ২০২২ সালে বিশ্বকাপ জিতে উড়ছে আর্জেন্টিনা। বিশ্বের এক নম্বর দলের তকমা মাথায় নিয়ে কোপার ফাইনালে টানা ২৮ ম্যাচ অপরাজিত থাকা কলম্বিয়ার বিপক্ষে খেলতে নামছে তারা।
আর্জেন্টিনার একাদশ অনেকটা ঠিক করেই রেখেছেন কোচ লিওনেল স্কালোনি। শুধু একজন ফুটবলারের জায়গাই অস্পষ্ট। নাহুয়েল মলিনা নাকি গঞ্জালো মন্টিয়েল রাইট ব্যাকে কাকে খেলাবেন সেটি নিয়েই সংশয় রয়েছে।
মূলত কানাডার বিপক্ষে সেমিফাইনালের একাদশটাকেই ফাইনালের ম্যাচে নামানোর পরিকল্পনা করেছেন স্কালোনি। আর্জেন্টিনার জার্সি গায়ে শেষ ম্যাচটি খেলতে নামছেন ডি মারিয়া। তাই তাকে একাদশে রেখে তার শেষ ম্যাচটিকে স্মরণীয় করে রাখতে চাইছেন স্কালোনি।
এমিলিয়ানো মার্টিনেজ (গোলরক্ষক), ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, গঞ্জালো মন্টিয়েল অথবা নাহুয়েল মলিনা, ম্যাক এলিস্টার, রড্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, এঞ্জেল ডি মারিয়া, লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।