সোমবার, ১৫ জুলাই, ২০২৪, ১০:৫১:২৮

যিনি নির্বাচিত হলেন ইউরোর সেরা খেলোয়াড়

যিনি নির্বাচিত হলেন ইউরোর সেরা খেলোয়াড়

স্পোর্টস ডেস্ক : ইউরোর ফাইনালের প্রথম হাফ শেষ হওয়ার আগেই ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন স্পেনের মিডফিল্ডার রদ্রি। তবে পুরো টুর্নামেন্ট জুড়ে যে পারফর্মেন্স দেখিয়েছেন তিনি, তার জন্য সেরার পুরস্কারটা প্রাপ্যই ছিল রদ্রির।

বার্লিনে রোববার (১৪ জুলাই) রাতে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে রেকর্ড চতুর্থবারের মতো ইউরোর শিরোপা জেতে স্পেন। চ্যাম্পিয়ন হওয়ার পথে সবকটি ম্যাচ জিতেছে তারা। আর সব ম্যাচেই শুরুর একাদশে ছিলেন রদ্রি।

স্পেনকে শিরোপা জেতানোর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন রদ্রি। টুর্নামেন্টের সাত ম্যাচ খেলে করেছেন একটি গোল। পুরো টুর্নামেন্টে ৪১১টি সফল পাস দিয়েছেন তিনি। যার শতকরা হার ৯২.৮৪।

এদিকে স্পেনের উইঙ্গার লামিন ইয়ামাল জিতেছেন টুর্নামেন্টের উদীয়মান খেলোয়াড়ের পুরষ্কার। ইয়ামাল এবারের ইউরোতে একটি গোলের পাশাপাশি টুর্নামেন্ট সর্বোচ্চ ৪টি অ্যাসিস্টও করেছেন। 

এছাড়াও সবচেয়ে তরুণ ফুটবলার হিসেবে মেজর কোন শিরোপা জিতলেন লামিন ইয়ামাল। তিনি ভেঙেছেন ব্রাজিলের কিংবদন্তি পেলের রেকর্ড। ১৯৫৮ সালে ১৭ বছর ২৪৯ দিনে বিশ্বকাপ জিতে এতদিন সবচেয়ে কম বয়সে কোন মেজর টুর্নামেন্ট জিতে রেকর্ডটা নিজের করে রেখেছিলেন পেলে। তার রেকর্ড ভেঙে মাত্র ১৭ বছর ১ দিনে ইউরো জিতে এই রেকর্ড গড়লেন ইয়ামাল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে