সোমবার, ১৫ জুলাই, ২০২৪, ১০:০৯:১৮

বড় দুঃসংবাদ পেলেন ডেভিড ওয়ার্নার

বড় দুঃসংবাদ পেলেন ডেভিড ওয়ার্নার

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার হয়ে প্রায় সকল ট্রফিই জিতেছেন ডেভিড ওয়ার্নার। শুধু তার ট্রফির শোকেসে নেই চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা। যার জন্য অবসর ভেঙে আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার ইচ্ছা পোষণও করেছিলেন তিনি। তবে অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি বড় দুঃসংবাদ জানিয়ে দিয়েছেন।  তিনি জানান, জাতীয় দলের জন্য তার দরজা বন্ধ।

সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের মধ্য দিয়ে তিন ফরম্যাটেই অবসর নেন ডেভিড ওয়ার্নার। যদিও টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে আরও আগেই অবসর নিয়েছিলেন তিনি। তবে অবসর নেয়ার পরও ওয়ার্নার বলেছিলেন, সুযোগ পেলে অবসর ভেঙে শুধুমাত্র চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে চান তিনি।

তবে অস্ট্রেলিয়ার দলে ফেরা যে আর সম্ভব নয় ওয়ার্নারের জন্য তা নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক জর্জ বেইলি। তিনি বলেন, ‘আমরা জানি যে, ওয়ার্নার অবসর নিয়েছে। এখন তার উচিত তিন ফরম্যাটে যে অসাধারণ সময় পার করেছেন সেসব নিয়ে কথা বলা। ও কখন মজা করে সেটাও বোঝা কঠিন। আমরা নতুন যাত্রাটা পরিবর্তনের মধ্য দিয়ে যেতে চাই। তিন ফরম্যাটে তার জায়গা পূরণ করা উচ্ছ্বাসের হবে।’

এরই মধ্যে ওয়ার্নারের জায়গায় জেক ফ্রেজার-ম্যাকগার্ককে প্রস্তুত করছে অস্ট্রেলিয়া দল। ২২ বছর বয়সি এই হার্ডহিটারের এরই মধ্যে অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডেতে অভিষেক হয়েছে। এদিকে অস্ট্রেলিয়ার অভিজ্ঞ উইকেটরক্ষক ম্যাথু ওয়েডের জায়গায় জস ইংলিশকে সুযোগ দেয়ার কথা জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি।     

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে