স্পোর্টস ডেস্ক : পারলো না মরক্কো। অলিম্পিকের ফুটবল ইভেন্টে গ্রুপ-বি এর প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে দেয়ার স্বপ্ন দেখছিল দ্য অ্যাটলাস লায়ন্সরা। দ্বিতীয়ার্ধে যোগ করা হয়েছিল পুরো ১৫ মিনিট। মরক্কোর একাধিক খেলোয়াড়ের ইনজুরির সুবাদে বেড়েছিল ম্যাচের দৈর্ঘ্য। সেটারই ফল পেল আর্জেন্টিনা। যোগ করা ১৫ মিনিটের একেবারে শেষ সেকেন্ডে ক্রিশ্চিয়ান মেদিনার হেডে ২-২ গোলের ড্র দিয়ে ম্যাচ শেষ করে আর্জেন্টিনা।
হ্যাভিয়ের মাশ্চেরানোর দল অলিম্পিকে এসেছিল বড় প্রত্যাশা নিয়ে। সিনিয়র খেলোয়াড় হিসেবে দলে যোগ হয়েছিলেন বিশ্বকাপ জেতা দুই তারকা হুলিয়ান আলভারেজ এবং নিকোলাস ওতামেন্ডি। আর গোলরক্ষক হিসেবে ছিলেন উদীয়মান তারকা জিরোনিমা রুল্লি। তিনজনেই কদিন আগে লিওনেল মেসি-আনহেল ডি মারিয়াদের সঙ্গে জয় করেছিলেন কোপা আমেরিকা।
কিন্তু মাঠের খেলায় এদিন আধিপত্য দেখাল মরক্কো। প্রথমার্ধের যোগ করা সময়ে আর দ্বিতীয়ার্ধের শুরুতেই সোফিয়ানে রাহিমির গোলে ২-০ গোলের লিড পেয়ে যায় আফ্রিকান দলটি। সেখান থেকেই পরবর্তীতে ম্যাচে ফেরে আর্জেন্টিনা। রাহিমির দুই গোলের জবাব আর্জেন্টিনা দিয়েছে ৬৮ মিনিটে গুইলিয়ানো সিমিওনের গোলে। যদিও এরপর ম্যাচে জুনিয়র মেসিরা খুব একটা সুবিধা করতে পারেনি।
আশরাফ হাকিমি ছিলেন মরক্কোর প্রধান তারকা। মাঠেও যার মিলেছে প্রভাব। প্রথমার্ধে ভুগিয়েছেন আর্জেন্টিনাকে। প্রথম গোলের উৎসটাও ছিলেন তিনি। ডানপ্রান্তে তার মাধ্যমেই আক্রমণের সূচনা। বিলাল আল খানোসের পা হয়ে বল যায় রাহিমির পায়ে। দুর্দান্ত এক গোলে প্রথমার্ধের যোগ করা সময়ে মরক্কোকে লিড এনে দেন রাহিমি। দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে এসে তারই পেনাল্টি থেকে লিড দ্বিগুণ করে অ্যাটলাস লায়ন্স।
মরক্কোকে পেনাল্টি উপহার দিয়েছিলেন আর্জেন্টাইন রাইটব্যাক হুলিও সোলার। ৬৮ মিনিটে তিনিই অনেকটা প্রায়শ্চিত্ত করলেন অ্যাসিস্ট করে। তার নিখুঁত পাস থেকেই ক্লোজ রেঞ্জে গোল করেন বদলি নামা স্ট্রাইকার সিমিওনে। এরপরেই অবশ্য ম্যাচে শুরু হয় শরীরী ফুটবল। একের পর এক ফাউলের প্রদর্শনী দেখা গিয়েছে সেইন্ত এতিয়েনের পিচে।
আর্জেন্টিনাকে এরপর মরক্কো বেশ ভালোভাবেই সামাল দিয়েছে। কিন্তু ম্যাচের অন্তিম সময়ে নিজেদের আর রক্ষা করা হয়নি তাদের। জটলার মাঝে বল পেয়ে আর্জেন্টিনাকে স্বস্তির এক ড্র এনে দেন ক্রিশ্চিয়ান মেদিনা। একইদিনে উজবেকিস্তানের বিপক্ষে পিছিয়ে পড়েও ২-১ গোলের জয় তুলে নিয়েছে স্পেন।আর্জেন্টিনার গ্রুপের বাকি দুই দল ইউক্রেন এবং ইরাক মুখোমুখি হবে বাংলাদেশ সময় রাত ১১টায়।