রবিবার, ১৮ মে, ২০২৫, ০৩:৪২:০০

আজ রাতে সাকিবের বাঁচা-মরার লড়াই!

আজ রাতে সাকিবের বাঁচা-মরার লড়াই!

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সুপার লিগের প্লে অফে যাওয়ার লড়াইয়ে ডু অর ডাই ম্যাচে পেশোয়ার জালমির মুখোমুখি হবে সাকিব আল হাসানের লাহোর কালান্দার্স। এই ম্যাচের আগে টিম মিটিংকে সাকিবকে বিশেষভাবে পরিচয় করিয়ে দেয় কালান্দার্স কর্তৃপক্ষ। দলের সঙ্গে অনুশীলনও করেছেন সাকিব। রাওয়াল পিন্ডিতে রোববার (১৮ মে) ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত ৯টায়।

পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্সের ডু অর ডাই ম্যাচের আগে টিম মিটিং। যেখানে পরিচয় করিয়ে দেওয়া হয় দলের নতুন মুখদের। ভারত-পাকিস্তান উত্তেজনায় পিএসল বন্ধ হয়ে গেলে, কালান্দার্সের অনেক বিদেশি ক্রিকেটার আর ফেরেননি দলে। তাতেই লঙ্কান ক্রিকেটার ভানুকা রাজাপাকসে ও টাইগার অলরাউন্ডার সাকিবকে দলে ভেড়ায় শাহিন শাহ আফ্রিদির দল।

 তবে সবার মাঝে বিশেষভাবে পরিচয় করিয়ে দেওয়া হয় সাকিবকে। এর আগে পিএসলে ষষ্ঠ আসরেও লাহোর কালান্দার্সের হয়ে খেলার জন্য ডাক পেয়েছিলেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার। কিন্তু খেলা হয়নি তার। তবে এবার কালান্দার্সের হয়ে পিএসএলে অভিষেক হবে সেভেন্টি ফাইভের। এটাকেই হয়তো বলে ভাগ্যের লিখন। আজকের এই দিনেই ১৮ বছর আগে লাল সবুজের জার্সি গায়ে টেস্ট অভিষেক হয়েছিল সাকিবের, সেই ১৮ই মে'তেই আজ অন্যরকম এক শুরু হতে যাচ্ছে অলরাউন্ডারের ক্যারিয়ারে।

এর আগে ডাক পেয়ে ইসলামাবাদে লাহোর কালান্দার্সের টিম হোটেলে উঠেন সাকিব। এরপর এক ভিডিও বার্তায় আবারো ক্রিকেটে ফিরতে পেরে রোমাঞ্চের কথা জানান সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার।

পিএসলে প্লে অফের দৌড়ে পেশোয়ার জালমির বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামবে লাহোর কালান্দার্স। রাওয়ালপিন্ডিতে হারলেই টুর্নামেন্ট থেকে বাদ পড়বে তারা। গুরুত্বপূর্ণ এই ম্যাচ দিয়ে দীর্ঘদিন পর মাঠে ফিরতে যাচ্ছেন সাকিব। বোলিং অ্যাকশন শোধরানোর পর থেকে আর মাঠে নামা হয়নি সাকিবের।

গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলের সঙ্গে অনুশীলন করেছেন টাইগার অলরাউন্ডার। ব্যাট ও বল হাতে যার ছবি নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছে লাহোর কালান্দার্স।

পাকিস্তান সুপার লিগের বাকি অংশের জন্য লাহোরের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন সাকিব। তবে পেশোয়ার জালমির বিপক্ষে হারলে লাহোরের সঙ্গে পিএসএল জার্নিও শেষ হয়ে যাবে সাকিবের। তাই এই ম্যাচে ব্যাট ও বল হাতে জ্বলে উঠতে হবে সাকিবকে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে