শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪, ১০:১৭:১০

পাকিস্তানের বাংলাদেশ-সিরিজের দলে বড়সড় পরিবর্তন!

পাকিস্তানের বাংলাদেশ-সিরিজের দলে  বড়সড় পরিবর্তন!

স্পোর্টস ডেস্ক : জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সবশেষ টেস্ট খেলেছিল পাকিস্তান। আগস্টে বাংলাদেশ-সিরিজ দিয়ে আবার লাল বলের ক্রিকেটে ফিরছে তারা। ফিটনেস সংক্রান্ত কারণে এই সিরিজের দলে আসতে পারে বড়সড় পরিবর্তন।

ফাহিম আশরাফ, ওয়াসিম জুনিয়র, সাইম আয়ুব ও নোমান আলিরা অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দলে ছিলেন। তাদের প্রত্যেকের বাংলাদেশ সিরিজের দল থেকে বাদ পড়ার শঙ্কা। সূত্রের বরাত দিয়ে এমন খবর জানিয়েছে ক্রিকেট পাকিস্তান। বাদ পড়তে পারেন ইমাম উল হক, আমির জামাল, ও হাসান আলিও। তাদের ফিটনেস সংক্রান্ত ইস্যু রয়েছে।

দলে ঢোকার সম্ভাবনা মোহাম্মদ হুরাইরা, সাহিবজাদা ফারহানদের মতো নতুনদের। ট্রেনিং ক্যাম্প দিয়ে আগস্টের দ্বিতীয় সপ্তাহে শুরু হবে পাকিস্তানের বাংলাদেশ-সিরিজের প্রস্তুতি। রাওয়ালপিন্ডিতে ২১ আগস্ট প্রথম ম্যাচ, করাচিতে দ্বিতীয় ম্যাচটি গড়াবে ৩০ আগস্ট।’

এই সিরিজ দিয়েই পাকিস্তান টেস্ট দলের দায়িত্বগ্রহণ করবেন সাবেক অজি ক্রিকেটার জেসন গিলেস্পি। এপ্রিলে কোচের পদে নিয়োগ পেয়েছিলেন তিনি। ৪৯ বছর বয়সি এ অজি এখন আছেন ডারউইনে, পাকিস্তানে পা রেখে দল ঘোষণা করবেন তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে