স্পোর্টস ডেস্ক : গ্লোবাল টি-টোয়েন্টি লিগে সাকিব আল হাসান ও শরিফুলের বাংলা টাইগার্স মিসিসাগাকে ৩৩ রানে হারিয়েছে মন্ট্রিয়েল টাইগার্স। মন্ট্রিয়েলের দেওয়া ১৯০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৫৬ রানে থেমেছে সাকিবের দল।
শুক্রবার (২৬ জুলাই) রাতে ব্রাম্পটনের সিএএ সেন্টারে টস জিতে শুরুতে মন্ট্রিয়লকে ব্যাটিংয়ে পাঠান সাকিব। দ্বিতীয় ওভারে অধিনায়ক ক্রিস লিনের উইকেট হারালেও অ্যাগার ও টিম শেফার্ট শতরান পার করান মন্ট্রিয়লের দলীয় স্কোর।
এর পর ডেভিড ভিসার দারুণ বোলিংয়ে ৫ রানের ব্যবধানে ৩ উইকেট হারায় দলটি। তবে সেখান থেকে দলকে টেনে তোলেন দিলপ্রীত বাজওয়া এবং বেন মানেন্তি। এই দুজনের ব্যাটে ভর করে বাংলা টাইগার্সকে ১৯০ রানের লক্ষ্য দেয় মন্ট্রিয়েল। ৪ ওভারে মাত্র ১৫ রান খরচায় ১টি উইকেট নেন শরিফুল।
লক্ষ্য তাড়ায় নেমে দলীয় ২৬ রানে হজরতউল্লাহ জাজাইয়ের উইকেট হারায় বাংলা টাইগার্স। তিনে নেমে সাকিব ৬ বলে করেন ৩ রান। আয়ান আফজাল খানের বলে বাউন্ডারিতে ক্যাচ দিয়ে ফেরেন টাইগার অলরাউন্ডার। চারে নামা ইফতিখার আহমেদের সঙ্গে ভালো একটি জুটি গড়েছিলেন রহমানউল্লাহ গুরবাজ।
তবে ৩৯ বলে ৬৪ রান করে গুরবাজ ফেরার পর আর খেলায় ফিরতে পারেনি বাংলা টাইগার্স। ২৪ বলে ২৮ রান করেছেন ইফতিখার। শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৫৬ রানে থামে বাংলা টাইগার্স মিসিসাগা।