রবিবার, ২৮ জুলাই, ২০২৪, ১১:৪২:৩০

এবার কোহলিকে ছাড়িয়ে যাওয়ার পথে এক ক্রিকেটার!

এবার কোহলিকে ছাড়িয়ে যাওয়ার পথে এক ক্রিকেটার!

স্পোর্টস ডেস্ক : ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে সূর্যকুমার যাদবের অভিষেকটা হয়েছে দুর্দান্ত। প্রথম ম্যাচেই তিনি দলকে উপহার দিয়েছেন বড় জয়। শ্রীলঙ্কার বিপক্ষে আগে ব্যাটিং করে ২১৩ রান তুলে জয় পান ৪৩ রানে।

সূর্য ব্যাট হাতে মাত্র ২৬ বলে ৮টি চার ও ২ ছক্কায় করেন দলের হয়ে সর্বোচ্চ ৫৮ রান। তাতে ম্যাচসেরারও পুরস্কার পান তিনি।

এর মধ্য দিয়ে বিরাট কোহলির একটি রেকর্ডও ছুঁয়ে ফেলেন সূর্য। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কোহলি ১২৫ ম্যাচ খেলে ১৬ বার ম্যাচসেরা হয়েছিলেন। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ।

কিন্তু তার অর্ধেক ম্যাচ খেলে এই রেকর্ড ছুঁয়ে ফেলেছেন সূর্যকুমার। শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে ৬৯ ম্যাচ খেলতে নেমে ১৬তম বারের মতো ম্যাচসেরা হন সূর্যকুমার। কম ম্যাচ খেলে ১৬ বার ম্যাচসেরা হয়ে এই তালিকায় কোহলির উপরে অবস্থান নিয়েছেন তিনি।

কোহলি ও সূর্যকুমারের পর ৯১ ম্যাচ খেলে ১৫ বার ম্যাচসেরা হয়ে তৃতীয় স্থানে আছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা। আফগানিস্তানের মোহাম্মদ নবী ১২৯ ম্যাচ খেলে ১৪ বার ম্যাচসেরা হয়ে আছেন চতুর্থ স্থানে। আর ভারতের রোহিত শর্মা ১৪ বার ম্যাচসেরা হয়ে আছেন পঞ্চম স্থানে। তিনি খেলেছেন ১৫৯টি টি-টোয়েন্টি ম্যাচ।

সূর্যকুমারের সামনে অবশ্য কোহলিকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ রয়েছে। আজ রোববার ও মঙ্গলবার রাতে শ্রীলঙ্কার বিপক্ষে আরও দুটি ম্যাচ খেলবে ভারত। এই দুটি ম্যাচের যেকোনো একটিতে ম্যাচসেরার পুরস্কার পেলেই সবাইকে পেছনে ফেলে শীর্ষে অবস্থান নিবেন সূর্য।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে