স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হয়েছে বেশ কিছুদিন হয়ে গেছে। টি-টোয়েন্টি ফরম্যাট থেকে আগেই অবসর নিয়ে ফেলায় তামিম ইকবালের ভবিষ্যত নিয়ে আলোচনা কিছুদিনের জন্য চাপা পড়ে গিয়েছিল। আসন্ন পাকিস্তান সিরিজের আগে ফের আলোচনায় তামিম ইকবালের নাম। জাতীয় দলে কি ফের খেলতে দেখা যাবে তামিমকে?
গত বছর ওয়ানডে বিশ্বকাপের আগে তামিম ইকবালকে নিয়ে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তামিম। পরে অবশ্য অবসর ভেঙে একটা ম্যাচও খেলেন। কিন্তু শেষ পর্যন্ত আর বিশ্বকাপে খেলা হয়নি তামিমের। এরপর বিপিএলে ফরচুন বরিশালকে শিরোপা জেতান। অংশ নেন ডিপিএলেও। কিন্তু জাতীয় দলের জার্সিতে আর খেলেননি তামিম। আর কখনও টাইগারদের হয়ে খেলবেন কি-না, তাও পরিষ্কার করে বলেননি।
গুঞ্জন আছে, আগামী বছর ফেব্রুয়ারিতে পাকিস্তানের মাটিতে হতে চলা চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে ক্রিকেটে ফিরবেন তামিম। মিনি বিশ্বকাপ খ্যাত সেই আসরে তামিম খেলবেন কি-না তা এখনও নিশ্চিত না বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
রোববার (২৮ জুলাই) তামিমের ব্যাপারে বিসিবি সভাপতি পাপন বলেন, 'তামিমের বিষয়টা এখনও পর্যন্ত আমি কিছু বলতে পারছি না। যতক্ষণ পর্যন্ত ওর সাথে আমার আলোচনাটা না হয়। যেটা হয়েছে ওর সাথে আমার অনেকদিন কথা হয়েছে, অনেকবার কথা হয়েছে, নাফিস ইকবাল যখন অসুস্থ তখন নিয়মিত যোগাযোগ হয়েছে ওর সাথে। তার আগে ওর সাথে যখন আমার বসার কথা ছিল, তখন আমি আবার ফোন করলাম যে, আসো। তখন ও বলল যে আমার তো খেলা। বিপিএলটা শেষ হলে আসবো।'
পাপন আরও বলেন, 'তারপরে ও আবার যেদিন বিপিএল শেষ হলো তারপর দিন একটা মেসেজ পাঠালো যে আমি দেশের বাইরে যাচ্ছি এসে আপনার সাথে যোগাযোগ করব। এরপর আর যোগাযোগ হয়নি। যেটুকু হয়েছে নাফিস ইকবালের অসুস্থতা নিয়ে। তবে আমরা চাই ও আসুক।'
সিনিয়র ক্রিকেটারদের অবদানেই বাংলাদেশের ক্রিকেট আজ এই অবস্থানে। তাদের ক্যারিয়ার আর বেশিদিন নেই বলে মনে করেন পাপন। তাই এই টুর্নামেন্টে তাদের দেখতে চান তিনি। পাপন বলেন, 'আমি আপনাদের আগেও বলেছি আমার কথা-বার্তায় শেষ ইন্টারভিউতে বুঝতে পেরেছেন। এখানে অনেক প্লেয়ার আছে যারা বেশিদিন ন্যাশনাল টিমে হয়তো থাকবে না। অনেকের জন্য এটা শেষ বছর, অনেকের জন্য সর্বোচ্চ চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত। আমি মনে করি তামিম, সাকিব, মুশফিক, রিয়াদদের অবদানেই বাংলাদেশ ক্রিকেট আজকে এ জায়গায় এসেছে।'