স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার টেস্ট সিরিজের আগেই হবে দুই দেশের মধ্যকার 'এ' দলের সিরিজ। এই সিরিজের প্রস্তুতির জন্য বাংলাদেশের জাতীয় দলের কয়েকজনকে রাখা হয়েছে 'এ' দলে। এদিকে পাকিস্তান শাহিনসের হয়েও খেলবেন মূল দলের আট ক্রিকেটার।
বুধবার ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তানের উদীয়মান ক্রিকেটারদের নেতৃত্ব দিবেন সাউদ শাকিল। এরপর বাংলাদেশ সিরিজের জন্য তিনি পেয়েছেন সহ-অধিনায়কের দায়িত্ব।
বাংলাদেশ সিরিজে লম্বা সময় পর ফিরবেন নাসিম শাহ। তার আগে ডানহাতি এই পেসার নিজেকে ঝালিয়ে নিতে খেলবেন শাহিনসের হয়ে। ১৩ মাস পর টেস্ট ক্রিকেটে ফিরতে যাচ্ছেন তিনি।
বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান দলে আছেন সরফরাজ আহমেদ। সাবেক এই অধিনায়কও খেলবেন শাহিনসের হয়ে। মূল দলের থাকা সায়েম আইয়ুবও খেলবেন বাংলাদেশের বিপক্ষে।
ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্সের কারণে জাতীয় দলে ডাক পেয়েছেন কামরান ঘুলাম, মোহাম্মদ আলী এবং মোহাম্মদ হুরায়রা। ইসলামাবাদে প্রথম চারদিনের ম্যাচেও মাঠে নামবেন তারা। পাকিস্তানের ১৭ সদস্যের স্কোয়াডে থাকা মীর হামজাও খেলবেন সেই ম্যাচে।
এদিকে আগামী ১০ আগস্ট থেকে প্রথম চারদিনের ম্যাচটি মাঠে গড়ানোর কথা ছিল। কিন্তু বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতিতে এখনো পাকিস্তানে যেতে পারেননি 'এ' দলের ক্রিকেটাররারা। এ কারণে সূচিতে পরিবর্তন এসেছে।
প্রথম চারদিনের ম্যাচের জন্য পাকিস্তান শাহিনসের স্কোয়াড:
সৌদ শাকিল (অধিনায়ক), কামরান গুলাম, মেহরান মুমতাজ, মীর হামজা, মোহাম্মদ আলী, মোহাম্মদ রামিজ জুনিয়র, মোহাম্মদ হুরাইরা, নাসিম শাহ, সাদ বেগ, সাদ খান, সাঈম আইয়ুব, সামিন গুল, সরফরাজ আহমেদ, উমর আমিন।