মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:১০:৫৭

প্রথম দিন শেষে নায়ক শুভাগত হোম

প্রথম দিন শেষে নায়ক শুভাগত হোম

স্পোর্টস ডেস্ক: ভারত সফররত বাংলাদেশ ‘এ’ দল স্বাগতিকদের কাছে ওয়ানডে সিরিজ হারার পর দু’দলের মধ্যে আজ থেকে শুরু হয়েছে তিন দিনের ম্যাচ। তিনদিনের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ সর্বশেষ রঞ্জি ট্রফি জয়ী কর্নাটেকা। প্রথম তিন দিনের ম্যাচের প্রথম দিনে বিপাকে পড়ে সফরকারী বাংলাদেশ 'এ' দল। ব্যাট হাতে মাত্র ১৫৮ রানেই গুটিয়ে গেছে তারা। তবে বল হাতে মোটামুটি কড়া জবাব দিয়েছে বাংলাদেশ। আর ব্যাট বল দুটোতেই অসাধারণ পারফর্মেন্স করে টাইগার ‘এ’ দলের নায়ক শুভাগত হোম।

১৫৮ রানের জবাবে ব্যাট করতে প্রথম দিন শেষে ভারতের সংগ্রহ ১৬৩। এই রান তুলতে ছয় উইকেট হারিয়েছে তারা। অর্থাৎ দিন শেষে বাংলাদেশ পিছিয়ে পাঁচ রানে। দিন শেষে কর্নাটেকার পক্ষে শিশির ভাবানি ৫৫ রান ও জগদিস সুচিথ ১৪ রানে অপরাজিত রয়েছেন।

এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নিজেদের ইনিংসে বাংলাদেশ খেলতে পারে মাত্র ৩৮.৪ ওভার। ডানহাতি পেসার প্রসীদ কৃষ্ণার বোলিং তোপে ৪১ রানে ৫ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে সফরকারীরা। প্রথম শ্রেনীর ক্রিকেটে এটিই ছিল ১৯ বছর বয়সী ভারতীয় পেসারের অভিষেক ম্যাচ।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৫৫ রানের ইনিংস খেলেন শুভাগত হোম। এছাড়া একদিনের পুরো সিরিজে ব্যাট হাতে ভালো করা লিটন দাসও ৫০ রানের ইনিংস খেলেছেন।

জবাবে, দুই স্পিনার সাকলাইন সজীব ও শুভাগত হোমের ঘুর্ণিতে ১০০ রানেই ছয় উইকেট হারায় কর্নাটক। সজীব ও শুভাগত হোম দুইজনই ৩টি করে উইকেট পেয়েছেন।
২২ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে