স্পোর্টস ডেস্ক : ১৬ বছর পর অলিম্পিক ফুটবলের ফাইনালে উঠেছিল ব্রাজিল। প্রতিপক্ষ মেয়েদের ফুটবলে সর্বোচ্চ সোনাজয়ী যুক্তরাষ্ট্র। এই ফাইনাল ব্রাজিলের মেয়েদের জন্য শুধু ইতিহাস গড়ারই ছিল না, ছিল প্রতিশোধেরও। কিন্তু ফের ব্যর্থ ব্রাজিল। যুক্তরাষ্ট্রের কাছে হেরে রুপা নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে তাদের। অন্যদিকে মেয়েদের অলিম্পিক ফুটবলে নিজেদের শ্রেষ্ঠত্ব বজায় রাখল যুক্তরাষ্ট্র।
শনিবার (১০ আগস্ট) অলিম্পিকে মেয়েদের ফুটবলের ফাইনালে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে সোনা জিতেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পক্ষে ম্যালোরি সোয়ানসন জয়সূচক গোলটি করেন। ফাইনাল হেরে রুপা নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে ব্রাজিলকে। সেই সঙ্গে অপ্রাপ্তি নিয়েই ক্যারিয়ার শেষ করছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি মার্তা।
এবারের আসরের গ্রুপ পর্বে জাপান ও স্পেনের কাছে হেরে গ্রুপের তৃতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠেছিল ব্রাজিল। তবে নকআউট পর্বে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেয় তারা। কোয়ার্টার ফাইনালে ফ্রান্স ও সেমিফাইনালে স্পেনকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় তারা। কিন্তু যুক্তরাষ্ট্রের সঙ্গে আর পেরে উঠল না তারা।
ব্রাজিলের জার্সিতে সম্ভাব্য শেষ ম্যাচ খেলতে নেমেছিলেন মার্তা। ব্রাজিলকে হারিয়ে দীর্ঘ ১২ বছর পর সোনা পুনরুদ্ধার করল যুক্তরাষ্ট্র। এটি অলিম্পিকে মেয়েদের ফুটবলে তাদের পঞ্চম সোনা। অন্যদিকে তিনবার ফাইনালে উঠে তিনবারই রুপা জিতে সন্তুষ্ট থাকতে হয়েছে ব্রাজিলকে।
এদিন ম্যাচের ৫৭ মিনিটে একমাত্র গোলটি করেন সোয়ানসন। শেষ পর্যন্ত সেই গোল ধরে রেখেই শিরোপা জিতে নিয়েছে যুক্তরাষ্ট্র।