রবিবার, ১১ আগস্ট, ২০২৪, ১১:২৭:৪১

এইমাত্র পাওয়া : যে সিদ্ধান্ত সাকিবকে নিয়ে

এইমাত্র পাওয়া : যে সিদ্ধান্ত সাকিবকে নিয়ে

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সফরে দুই টেস্টের জন্য আজ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্বে ১৬ সদস্যের এই দলে আছেন সাকিব আল হাসান। কানাডায় টি-টোয়েন্টি লিগ খেলার উদ্দেশ্যে এতদিন কানাডা-যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন বাঁহাতি অলরাউন্ডার, যিনি সদ্য বিলুপ্ত দ্বাদশ সংসদে মাগুরা-১ আসনের সংসদ সদস্য ছিলেন।

চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে না থাকা মুশফিকুর রহিম এই সফরের দলে ফিরেছেন। একই সিরিজে বিশ্রাম পাওয়া তাসকিন আহমেদও ফিরেছেন দলে।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজের জন্য বাংলাদেশ দল আগামীকাল পাকিস্তানের উদ্দেশে রওনা দেবে। পুরো দল লাহোরে একত্রিত হবে এবং সেখানে ১৪-১৬ আগস্ট গাদ্দাফি স্টেডিয়ামে অনুশীলন করবে। সেখান থেকে প্রথম টেস্টের ভেন্যু ইসলামাবাদে যাবে ১৭ আগস্ট।

প্রথম টেস্ট শুরু হবে ২১ আগস্ট, সিরিজের দ্বিতীয় টেস্ট ৩০ আগস্ট।

পাকিস্তান সফরের বাংলাদেশ দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন দাস, মুশফিকুর রহিম, মুমিনুল হক, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে