বুধবার, ১৪ আগস্ট, ২০২৪, ১২:২৩:০৫

পাকিস্তানের বিপক্ষে অল্প রানে আউট মুশফিক-মমিনুলরা

পাকিস্তানের বিপক্ষে অল্প রানে আউট মুশফিক-মমিনুলরা

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে টেস্টে সুযোগ পেয়েছেন, এমন ছয় ক্রিকেটারকে একাদশে রেখে আজ খেলতে নেমেছিল বাংলাদেশ ‘এ’ দল। মূল দলের হয়ে নামার আগে পাকিস্তান শাহিনস দলের বিপক্ষে উদ্দেশ্যেই ছিল প্রস্তুতিটা ভালোভাবে সেরে নেওয়া। কিন্তু চার দিনের ম্যাচের প্রথম দিন শেষে তা কি সত্যি পেরেছেন জাতীয় দলের অংশ হওয়া ক্রিকেটাররা?

এককথায় উত্তর দিলে, না। ইসলামাবাদে ব্যাটিংয়ে নেমে যে প্রথম ইনিংসে ১২২ রানেই অলআউট বাংলাদেশ ‘এ’।

জাতীয় দলে সুযোগ পাওয়া মাহমুদুল হাসান জয় ছাড়া বাকি পাঁচজনই পুরোপুরি ব্যর্থ হয়েছেন। বাকি পাঁচ ক্রিকেটার হচ্ছেন জাকির হাসান, মমিনুল হক, মুশফিকুর রহিম, নাঈম হাসান ও হাসান মাহমুদ।

জয়ের ৬৫ রানের সৌজন্যে প্রথম ইনিংসে ১২২ রান করতে পারে বাংলাদেশ ‘এ’ দল। পাকিস্তান শাহিনসের দুই পেসার নাসিম শাহ ও মীর হামজার বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি জাতীয় দলের মোড়োকে সাজানো বাংলাদেশ ‘এ’ দল।

সমান তিনটি করে উইকেট নিয়েছেন পাকিস্তানের দুই পেসার। প্রস্তুতি ম্যাচের প্রথম ইনিংসে নাসিম যেন বুঝিয়ে দিলেন মূল ম্যাচেও তাকে খেলাটা সহজ হবে না মুশফিক-মমিনুলদের। বাংলাদেশের বিপক্ষে প্রায় এক বছর পর দীর্ঘ সংস্করণের ক্রিকেটে ফিরবেন উদীয়মান এই পেসার। নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে বিনা উইকেটে ২ রান করেছে পাকিস্তান শাহিনস।

২ রানই এসেছে সাইম আইয়ুবের ব্যাট থেকে। ১২০ রানে পিছিয়ে থেকে আগামীকাল দ্বিতীয় দিনের ব্যাটিংয়ে নামবে পাকিস্তান শাহিনস। প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচে ঘুঁরে দাঁড়াতে হলে দ্বিতীয় দিন দুর্দান্ত কিছু করতে হবে অধিনায়ক এনামুল হক বিজয়ের দলকে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে