বুধবার, ১৪ আগস্ট, ২০২৪, ১১:২০:৪৭

নতুন র‍্যাঙ্কিং প্রকাশ আইসিসির, শীর্ষে যার নাম, বাংলাদেশ থেকে শীর্ষে যিনি

নতুন র‍্যাঙ্কিং প্রকাশ আইসিসির, শীর্ষে যার নাম, বাংলাদেশ থেকে শীর্ষে যিনি

স্পোর্টস ডেস্ক : দীর্ঘ ২৭ বছর পর শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ হেরেছে ভারত। সিরিজ হারলেও ব্যাট হাতে ভালো ফর্মে ছিলেন অধিনায়ক রোহিত শর্মা। ঝড়ো ব্যাটিংয়ে দুটি অর্ধশতক হাঁকিয়েছেন তিনি। রানের মধ্যে থাকা রোহিত শর্মা সদ্য হালনাগাদকৃত ওয়ানডে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়েও পেয়েছেন সুখবর।

বুধবার (১৪ আগস্ট) প্রকাশিত হালনাগাদকৃত আইসিসি ওয়ানডে ব্যাটার র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছেন রোহিত শর্মা। নতুন র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে আছেন ভারত অধিনায়ক। দীর্ঘ ক্যারিয়ারে এটিই তার সেরা র‍্যাঙ্কিং। ৭৬৫ রেটিং পয়েন্ট নিয়ে তিনি বাবর আজমের পেছনে আছেন। ৮২৪ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন পাকিস্তানের এই তারকা ব্যাটার।

রোহিতের চেয়ে মাত্র ২ পয়েন্ট কম নিয়ে তিন নম্বরে আছেন শুভমান গিল। এরপরের স্থানে যৌথভাবে বিরাট কোহলি ও আয়ারল্যান্ডের হ্যারি ট্যাকটর।

বাংলাদেশি ব্যাটারদের মধ্যে যথারীতি শীর্ষে আছেন মুশফিকুর রহিম। আগের মতোই ২৬ নম্বরে আছেন তিনি। এরপরেই আছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শ্রীলঙ্কার কুশল মেন্ডিসের সঙ্গে যৌথভাবে ৩৯ নম্বরে তিনি।

ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়ের সেরা চারে কোনো পরিবর্তন নেই। কেশভ মহারাজ শীর্ষস্থান ধরে রেখেছেন। তারপরে যথাক্রমে আছেন জশ হ্যাজেলউড, অ্যাডাম জাম্পা ও কুলদীপ যাদব। এক ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠেছেন বের্নার্ড শ্যুলজ। এক ধাপ এগিয়ে ছয়ে মোহাম্মদ নবি এবং দুই ধাপ এগিয়ে সাতে আছেন শাহিন আফ্রিদি।

বাংলাদেশি বোলারদের মধ্যে সেরা অবস্থানে আছেন শরিফুল ইসলাম। এক ধাপ এগিয়ে ২৩ নম্বরে আছেন তিনি। এক ধাপ এগিয়ে ২৯ নম্বরে ওঠা সাকিব আল হাসান আছেন এরপরেই। এছাড়া ভারতের বিপক্ষে ভালো করায় লঙ্কান স্পিনার দুনিথ ভেল্লালাগে ১৭ ধাপ এগিয়ে ৫৯ নম্বরে উঠেছেন। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে