স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজ-যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে শিরোপা এনে দিয়েছেন জাসপ্রীত বুমরাহ। এরপর থেকে বিশ্রামেই আছেন তিনি। ফলে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজেও তাকে দলে দেখা যায়নি। বুমরাহ'র বিশ্রাম আরও দীর্ঘায়িত হতে পারে। সে বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজেও বুমরাহকে খেলানো না-ও হতে পারে।
আগামী মাসের মাঝামাঝি ভারত সফরে যাবে বাংলাদেশ। এই সফরে ভারতের বিপক্ষে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা বাংলাদেশের। টাইগারদের বিপক্ষে সেই টেস্ট সিরিজে বুমরাহকে বিশ্রাম দেয়া হতে পারে বলে জানিয়েছে বার্তা সংস্থা পিটিআই।
বছরের শেষ দিকে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারত। সেই সফরে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। তার আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ আছে ভারতের। এই দুই সিরিজে বুমরাহকে তরতাজা পেতে চায় টিম ম্যানেজমেন্ট। সে কারণে বাংলাদেশের বিপক্ষে সিরিজে তাকে বিশ্রাম দিয়ে খলিল আহমেদ বা আর্শদীপ সিংকে স্কোয়াডে রাখা হতে পারে। যার ফলে একই সঙ্গে পেস বোলিং ইউনিটের বিচিত্রও যাচাই করতে পারবে তারা।
বিসিসিআইয়ের এক সূত্রের বরাত দিয়ে পিটিআই বলছে, ‘বুমরাহর ব্যাপারটা... আসলে সে তার শরীরের অবস্থা ভালোভাবে জানে। এটা তার উপর নির্ভরশীল যে সে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে খেলবে কিনা। টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচকরা অস্ট্রেলিয়া সিরিজের পাঁচ টেস্টে ১২০% ফিট বুমরাহকে চান। এর আগে ভারতের মাটিতে নিউজিল্যান্ড সিরিজও রয়েছে। সে হয়ত সেখানে খেলে পরবর্তীতে কঠিন সিরিজের জন্য প্রস্তুত হতে পারে।’
বুমরাহকে শেষ পর্যন্ত বিশ্রাম দিলে বিকল্প হিসেবে মূলত দুজনের কথা ভাবছে বিসিসিআই। এই ক্ষেত্রে বাঁহাতি এক পেসারকে দলে রাখতে চায় তারা। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ বোলিং করা আর্শদীপ আসতে পারেন বুমরাহর বিকল্প হিসেবে। সাদা বলে দারুণ নৈপুণ্য দেখানো এই পেসারের এখনও টেস্টে অভিষেক হয়নি। তবে রাহুল দ্রাবিড় কোচ থাকাকালীন সময়েই তাকে লাল বলের জন্য প্রস্তুত করা হচ্ছিল। মাঝে কেন্টের হয়ে কাউন্টি ক্রিকেটেও খেলে এসেছেন তিনি।
সম্ভাবনা আছে খলিল আহমেদেরও। ঘরোয়া ক্রিকেট ও আইপিএলের নিয়মিত এই পারফর্মারও টেস্ট অভিষেকের অপেক্ষায় আছেন। এই দুইজনের বাইরে যশ দয়ালের সুযোগও অনেকেই দেখছেন। আগামী ১৯ সেপ্টেম্বর কানপুরে সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াবে।