শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪, ১২:০৭:৫৩

ভারতের সর্বকালের সেরা একাদশ বেছে নিলেন দীনেশ কার্তিক

ভারতের সর্বকালের সেরা একাদশ বেছে নিলেন দীনেশ কার্তিক

স্পোর্টস ডেস্ক : ভারতের সর্বকালের সেরা একাদশ বেছে নিয়েছেন দেশটির সাবেক উইকেটকিপার ব্যাটার দীনেশ কার্তিক। তার দলে জায়গা পাননি অধিনায়কদের অধিনায়ক খ্যাত মহেন্দ্র সিং ধোনি এবং ভারতকে ১৯৮৩ সালে প্রথম বিশ্বকাপ জেতানো অধিনায়ক কপিল দেবও। ক্রিকেটের তিন ফরম্যাটের জন্যই কার্তিক বেছে নিয়েছেন নিজের সর্বকালের সেরা একাদশ।

কার্তিকের বাছাইকৃত দলে জায়গা পেয়েছেন পাঁচ ব্যাটার, দু’জন অলরাউন্ডার, দু’জন স্পিনার এবং দু’জন পেসার। ওপেনিংয়ে কার্তিক ভরসা রেখেছেন বীরেন্দ্র শেবাগ ও হিটম্যান রোহিত শর্মার ওপর। তিন নম্বরে রেখেছেন 'দ্য ওয়াল' রাহুল দ্রাবিড়কে। রেখেছেন শচীন টেন্ডুলকার এবং বিরাট কোহলিকেও।

অলরাউন্ডার হিসেবে কার্তিকের দলে জায়গা করে নিয়েছেন ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ছয় বলে ছয় ছক্কা হাঁকানো এবং ২০১১ বিশ্বকাপের প্লেয়ার অব দ্য সিরিজ নির্বাচিত যুবরাজ সিংকে। এরপর জায়গা পেয়েছেন রবীন্দ্র জাদেজা। দলের রয়েছেন আরও দুই জেনুইন স্পিনার। ভারতের হয়ে টেস্টে সবচেয়ে বেশি উইকেট নেয়া রবিচন্দ্রন অশ্বিন এবং অনিল কুম্বলে। পেস বোলিংয়ে কার্তিক আস্থা রেখেছেন যশপ্রীত বুমরাহ এবং জাহির খানের ওপর। দলে দ্বাদশ খেলোয়াড় হিসেবে জায়গা হয়েছে হরভজন সিংয়ের।

এদিকে কপিল দেব এবং বিশেষজ্ঞ কোনো উইকেটরক্ষক না রাখায় কার্তিকের বাছাইকৃত দল নিয়ে প্রশ্ন তুলেছে ভারতীয়রা।

কার্তিকের একাদশ 
বীরেন্দ্র শেবাগ, রোহিত শর্মা, রাহুল দ্রাবিড়, শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি, যুবরাজ সিংহ, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, অনিল কুম্বলে, যশপ্রীত বুমরাহ এবং জাহির খান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে