স্পোর্টস ডেস্ক : ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদ। অবশেষে সেই ক্লাবে যোগ দিয়েছেন তিনি। গত রাতে স্প্যানিশ লা লিগায় রিয়ালের জার্সিতে অভিষেকও হয়ে গেলো তার।
তবে লা লিগায় নিজের অভিষেক ম্যাচে জ্বলে উঠতে পারেননি ফরাসি এই তারকা। নিজে কোনো গোল করতে পারেননি, তার দলও তুলনামূলক দূর্বল দলের সঙ্গে জিততে পারেনি। মায়োর্কার সঙ্গে ১-১ গোলের ড্র করেছে রিয়াল মাদ্রিদ।
বতর্মান ফুটবল বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পে। নিজ দেশের ক্লাব পিএসজিতে ছিলেন দুর্দান্ত। তবে সেখান থেকে তিনি যোগ দিয়েছেন তার স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে। লস ব্লাঙ্কোসদের হয়ে লা লিগায় নিজের অভিষেক ম্যাচে তিনি ছিলেন নিস্প্রভ। পুরো ম্যাচে বলার মতো কোনও গোলের সুযোগও তৈরি করতে পারেননি এমবাপ্পে।
যেকোনও দলের ডিফেন্ডারদের জন্যই এমবাপ্পে, রদ্রিগো এবং ভিনিসিয়াসদের ঠেকানো বেশ চ্যালেঞ্জিং। তবে এদিন মায়োর্কার বিপক্ষে যেনো কোনও কাজেই আসলো না লস ব্লাঙ্কোসদের এই ফ্রন্ট থ্রি। ম্যাচের ১৩ মিনিটে অবশ্য রদ্রিগোর গোলে লিড নিয়েছিল মাদ্রিদ। ৫৩ মিনিটে সেই গোল শোধ দেয় মায়োর্কা। পুরো ম্যাচে এরপর আর কোনও গোলের দেখা পায়নি দু’দল।
রিয়াল মাদ্রিদের নতুন ফ্রন্ট থ্রি লড়াই করেছে পুরো ম্যাচেই। কিন্তু গোলের জন্য পুরোপুরি সুযোগ তারা তৈরি করতে পারেনি। ম্যাচের ৮৮ মিনিটে একইসঙ্গে তুলে নেয়া হয় জুড বেলিংহ্যাম এবং ভিনিসিয়াসকে। ৮৭ মিনিটেও একটি পরিবর্তন আনেন কোচ কার্লো আনচেলত্তি। লুকা মদ্রিচকে মাঠে নামানো হয় ম্যাচের ৬৩ মিনিটে।
লা লিগায় নিজের অভিষেক ম্যাচে কোনও প্রভাব ফেলতে পারেননি এমবাপ্পে। ভিনিসিয়াস, রদ্রিগো, জুড বেলিংহ্যামদের মতো খেলোয়াড়দের সঙ্গে মাঠে নেমেও খুব একটা সুবিধা করতে পারলেন না এই ফরাসি তারকা। তবে নিজেকে মানিয়ে নিতে হয়তো কিছুটা সময় প্রয়োজন তার।
সবশেষ পাঁচ ম্যাচের মাত্র দুটিতে জয় পেয়েছে লস ব্লাঙ্কোসরা। আগের ম্যাচে আটালান্টাকে ২-০ গোলে হারিয়েছে তারা। তার আগের ম্যাচে চেলসির বিপক্ষেও জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। তবে এ মাসের শুরুতে এসি মিলান এবং বার্সেলোনার বিপক্ষে হেরেছে কার্লো আনচেলত্তির দল।