স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ওভারে সর্বোচ্চ রানের নতুন রেকর্ড দেখল বিশ্ব। মঙ্গলবার (২০ আগস্ট) সামোয়ার এপিয়ায় পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বের খেলায় হয় এই নতুন রেকর্ড। এক ওভারে উঠেছে ৩৯ রান!
ভানুয়াতুর পেসার নালিন নিপিকো নাম লিখিয়েছেন এই লজ্জার রেকর্ডে। তার করা ওভারে ৬ বলে ৬ ছক্কা হাঁকিয়েছেন সামোয়ার ব্যাটার ডারিয়াস ভিসের। সেই ওভারে ৩টি নো বলও করেছেন নিপিকো। এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ওভারে সর্বোচ্চ রানের রেকর্ড ছিল ৩৬।
সামোয়ার ইনিংসের ১৫তম ওভারে এই ঘটনাটি ঘটে। নিপিকোর ওভারের প্রথম তিন বলেই মিড উইকেটের ওপর দিয়ে ৩টি ছক্কা হাঁকান ভিসের। এর পরের বলটিতে আম্পায়ার নো বল কল করেন। ফ্রি হিটে পরের বলে ফের ছক্কা হাঁকান ভিসের। এর পরের বলটা ডট হয়, তাতে অবশ্য ছিল ভাগ্যের ছোঁয়া। ভিসের ব্যাট থেকে বল গিয়ে সজোরে আঘাত হানে নন-স্ট্রাইক প্রান্তের স্ট্যাম্পে।
পরের দুই বলই নো বল করেন নিপিকো। যার শেষটিকে লং লেগের ওপর দিয়ে বাউন্ডারির বাইরে পাঠান ভিসের। ওভারের শেষ বলটিও ছক্কা হয়।
টি-টোয়েন্টিতে এর আগে পাঁচবার এক ওভারে ৩৬ রান উঠতে দেখা গেছে। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার এই রেকর্ড গড়েন ভারতের যুবরাজ সিং। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে স্টুয়ার্ট ব্রডকে ৬ বলে ৬ ছক্কা হাঁকান এই অলরাউন্ডার। টি-টোয়েন্টিতে এটাই প্রথম ৬ ছক্কার ঘটনা।
যুবরাজের রেকর্ডে পরে ভাগ বসিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কিয়েরান পোলার্ড (২০২১ সাল) ও নেপালের দীপেন্দ্র সিং ঐরী (২০২৪ সাল) বাকি দুইবার অবশ্য ছয় ছক্কা ছাড়াই ৩৬ রান তুলেছেন ব্যাটাররা।
চলতি বছর আফগানিস্তানের করিম জানাতের ওভারে ৩৬ রান নিয়েছিলেন রোহিত শর্মা ও রিঙ্কু সিং। আর গত জুনে নিকোলাস পুরান আফগানিস্তানের আজমতুল্লাহ ওমরজাইয়ের ওভারে ৩৬ রান তোলেন নো বল, লেগ বাই আর ওয়াইড বলের অবদানে। সে ওভারে ব্যাট থেকে ২৬ রান নিয়েছিলেন পুরান।
এদিন রেকর্ড বুকে বেশ কয়েক জায়গায় নাম লিখিয়েছেন ভিসের। সামোয়ার প্রথম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেঞ্চুরি হাঁকিয়েছেন ভিসের। মাত্র ৬২ বলে ১৩২ রানের ইনিংস খেলার পথে হাঁকিয়েছেন ১৪টি ছক্কা। যা এক ইনিংসে পঞ্চম সর্বোচ্চ ছক্কার রেকর্ড। এক ওভারে সর্বোচ্চ ১৮ ছক্কার রেকর্ড এস্তনিয়ার সাহিল চৌহানের।
সামোয়া এদিন ২০ ওভারে ১৭৪ রান করে, যার ৭৫.৮৬ শতাংশ এসেছে ভিসেরের ব্যাট থেকেই। এক ম্যাচে এটাই সবচেয়ে বেশি অবদান রাখার রেকর্ড। এর আগে ২০১৮ সালে অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ জিম্বাবুয়ের বিপক্ষে ১৭২ রানের ইনিংস খেলে দলের মোট রানের ৭৫.১ শতাংশ করেছিলেন।
এদিন বল হাতেও অবদান রেখেছেন ভিসের। শিকার করেছেন ১ উইকেট। ম্যাচটা তার দল শেষ পর্যন্ত ১০ রানে জিতেছে।