বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪, ০৪:০০:২৬

কে হচ্ছেন আইসিসির পরবর্তী সভাপতি? যা জানা গেল

কে হচ্ছেন আইসিসির পরবর্তী সভাপতি? যা জানা গেল

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার পরবর্তী সভাপতি হতে চলেছেন বিসিসিআই সচিব জয় শাহ- এমন গুঞ্জন ভেসে বেড়াচ্ছে গণমাধ্যমগুলোতে। চলতি বছরের শেষ দিকে দায়িত্ব নেয়ার কথা রয়েছে তার। যদিও আইসিসি কিংবা জয় শাহ কারো পক্ষ থেকেই নিশ্চিত করা হয়নি বিষয়টি।

জাগমোহন ডালমিয়া, শারদ পাওয়ার, এন শ্রীনিবাসন, শশাঙ্ক মনোহর; ভারতীয় ক্রিকেটের এই চার কর্তা শাসন করেছেন ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। জয় শাহর তাদের উত্তরসূরি হওয়ার গুঞ্জন। গুঞ্জন সত্যি হলে পঞ্চম ভারতীয় হিসেবে আইসিসির শীর্ষপদ অলঙ্কৃত করতে চলেছেন বিসিসিআই সেক্রেটারি।

আইসিসির বর্তমান সভাপতির দায়িত্ব পালন করছেন গ্রেগ বার্কলে। আগামী ৩০ নভেম্বর দ্বিতীয়বারের মতো মেয়াদ পূর্ণ করবেন তিনি। তবে এরইমধ্যে বার্কলে ঘোষণা করেছেন সুযোগ থাকলেও তৃতীয় মেয়াদে আর আইসিসির শীর্ষ পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন না তিনি।

গ্রেগ বার্কলের এই ঘোষণার পরই জয় শাহকে আইসিসির পরবর্তী সভাপতি হিসেবে দেখেছেন সংশ্লিষ্টরা। ক্রিকেট অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড ওয়েলশ ক্রিকেট বোর্ড থেকে পূর্ণ সমর্থন পাচ্ছেন তিনি। এছাড়াও আইসিসির অন্য সদস্য দেশগুলোর আস্থা আছে ভারত ক্রিকেটের এই শীর্ষ কর্তার ওপর। তবে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি আইসিসি কিংবা জয় শাহর পক্ষ থেকে। ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার শীর্ষ পদে নির্বাচন করতে হলে আগামী ২৭ আগস্টের মধ্যে নমিনেশন সংগ্রহ করতে হবে বিসিসিআই সচিবকে।

সভাপতি নির্বাচনে জয়ী হতে হলে জয় শাহকে পেতে হবে অন্তত নয় ভোট। পূর্ণ সদস্য দেশগুলোর রয়েছে এই ভোটিং পাওয়ার। সব মিলিয়ে ১৬ ভোটের মধ্যে ৯ টি পেলেই তিনি নির্বাচিত হবেন। এর আগে দুই তৃতীয়াংশ ভোট পাওয়ার বাধ্যবাধকতা থাকলেও সেই নিয়ম থেকে সরে এসেছে আইসিসি।

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার শীর্ষ পদে দুই বছর করে তিন টার্মে সর্বোচ্চ ছয় বছর থাকার নিয়ম রয়েছে। আরও দুই বছর থাকার সুযোগ থাকলেও বার্কলে বিদায় নিচ্ছেন আগেভাগেই। সেই হিসেবে বলা যায়, চার বছর পর আবারও আইসিসির শীর্ষপদ দখলে যাচ্ছে ভারতীয়দের কাছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে