বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪, ০৬:১৫:০৮

বাংলাদেশ-পাকিস্তানের খেলা; রান ছাড়াল ৪০০

বাংলাদেশ-পাকিস্তানের খেলা; রান ছাড়াল ৪০০

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের স্কোয়াড দেখে আগেই বোঝা গিয়েছিল রাওয়ালপিন্ডির উইকেটে স্পিনাররা কোনো সুবিধা করতে পারবে না। তাই দ্বিতীয় দিনে পেসাররা ব্যর্থ হলে ভুগতে থাকে স্পিনাররা। তবে তৃতীয় সেশনে স্পিনাররা দুটি উইকেট তুলে নেন। শাকিলকে মিরাজ এবং আঘা সালমানকে শিকার করেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

তবে এক প্রান্ত আগলে রেখে রান তুলছেন রিজওয়ান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ১০৮ ওভারে ৪০৬ রানে ব্যাট করছে পাকিস্তান। শাহিন ৫* রান এবং রিজওয়ান ১৫৬ রানে অপরাজিত রয়েছেন।

বৃহস্পতিবার (২২ আগস্ট) দ্বিতীয় দিনের নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগেই মাঠে নামে দুই দল। এদিন শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ওয়ানডে মেজাজে রান তুলতে থাকেন রিজওয়ান। তাই ফিফটির তুলতে বেশি সময় নেননি এই ডান হাতি ব্যাটার।

দুজনের ব্যাটে ভর করে দ্বিতীয় দিনের প্রথম সেশনে কোনো উইকেট না হারিয়ে ৯৮ রান তুলেছে পাকিস্তান। সেই সঙ্গে ওয়ানডে মেজাজে ব্যাট করে ৬৪ বলে ফিফটি এবং ১৪৩ বলে সেঞ্চুরি তুলে নেন রিজওয়ান। তাকে যোগ্য সঙ্গ দেন সাউদ শাকিল। দুর্দান্ত ব্যাটিংয়ে ১৯৭ বলে সেঞ্চুরি তুলে নেন এই বাঁহাতি ব্যাটারও। দুজনেরই টেস্ট ক্যারিয়ারে তৃতীয় সেঞ্চুরি।

দুজনের ব্যাটে ভর করে বড় সংগ্রহের পথে ছুটতে থাকে পাকিস্তান। তবে বেশিক্ষণ পিচে টিকতে পারেননি শাকিল। ২৬১ বলে ১৪১ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন তিনি। মিরাজের বলে স্ট্যাম্পিং হন এই বাঁহাতি ব্যাটার। এরপর রিজওয়ানকে সঙ্গ দেন আঘা সালমান। ২১৪ বলে নিজের ১৫০ রান পূরণ করেন রিজওয়ান।

এদিন ইনিংস বড় করতে পারেননি সালমান। ৩৬ বলে ১৯ রান করে সাকিবের বলে ক্যাচ আউট হন এই ডান হাতি ব্যাটার। এরপর রিজওয়ানকে সঙ্গ দেন শাহিন শাহ আফ্রিদি।

এর আগে প্রথম দিনে মাত্র ১৬ রানেই তিন উইকেট হারানোর পর সাউদ শাকিলকে সঙ্গে নিয়ে পাক শিবিরের হাল ধরেন ওপেনার সাইম আইয়ুব। দুজনের ব্যাটে ভর করে ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান। ফিফটি তোলার পর বেশিক্ষণ পিচে টিকতে পারেননি আইয়ুব। ৫৬ রান করে এই বাঁহাতি ওপেনারকে সাজঘরে ফেরান হাসান মাহমুদ।

তবে এক প্রান্ত আগলে রেখে ফিফটি তুলে নেন শাকিল। তাকে সঙ্গ দেন মোহাম্মদ রিজওয়ান। দুজনের ব্যাটে ভর করে প্রথমদিনে ৪ উইকেট হারিয়ে ১৫৮ রান তুলছে পাকিস্তান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে