স্পোর্টস ডেস্ক : টেস্ট ক্রিকেটে অনেক সময় ম্যাচ বাঁচাতে ধীর ব্যাটিং করতে দেখা যায়। টেল এন্ডারদেরও প্রায়শই কেবল বল খেলার দিকেই মনোযোদ দিতে দেখা যায় কোনোভাবে সময় পার করতে। যদিও এমন পরিস্থিতিতেও কোনও না কোনওভাবে রান এসে যায়।
কিন্তু কোনো ক্রিকেটার যদি ওপেনিংয়ে নেমে ১০০-র বেশি বল খেলে রানের খাতাই খুলতে না পারেন, সেক্ষেত্রে ব্যাপারটা অবাক করার মতোই। তার উপর সেই ব্যাটার যদি ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত থাকেন!
এমন ঘটনাই ঘটেছে ইংল্যন্ডের ডার্বিশায়ার ক্রিকেট লিগের ডিভিশন নাইন সাউথের ম্যাচে। ক্রিকেটারের নাম ইয়ান বেস্টউইক। বেস্টউইক যে নজির গড়েছেন, তা ক্রিকেট ইতিহাসেই প্রথম কিনা বলা মুশকিল।
রোববার ডার্লি অ্যাবে ক্রিকেট ক্লাবের চতুর্থ একাদশ ও মিকেলওভারের তৃতীয় একাদশের মধ্যে ম্যাচে ঘটে এই ঘটনা। ম্যাচে শুরুতে ব্যাট করতে নামে মিকেলওভারের তৃতীয় একাদশ ৩৫ ওভারে ৪ উইকেটে ২৭১ রান তুলে ব্যাট ছেড়ে দেয়।
জবাবে ডার্লি অ্যাবে ক্রিকেট ক্লাব ৪৫ ওভারে ৪ উইকেটে তুলতে পারে মাত্র ২১ রান। ওপেন করতে নেমে ইয়ান বেস্টউইক ১৩৭ বল খেলে কোনো রান করতে পারেনি! থাকেন অপরাজিত। অর্থাৎ, প্রায় ২৩ ওভার একাই ব্যাট করে কোনও রান সংগ্রহ করেননি বেস্টউইক। ম্যাচটি ড্র হয়।