শনিবার, ৩১ আগস্ট, ২০২৪, ০৮:২৭:৫৬

সাকিবের আবেদন মুঞ্জুর

সাকিবের আবেদন মুঞ্জুর

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট শেষে ইংল্যান্ডে যাবেন সাকিব আল হাসান। চলতি কাউন্টি চ্যাম্পিয়নশিপে ডিভিশন ওয়ানের সারে ক্রিকেট ক্লাবের হয়ে খেলবেন টাইগার অলরাউন্ডার। কাউন্টিতে অংশ নিতে সাকিবকে অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

গত ১৩ আগস্ট এনওসির আবেদন করেছিলেন সাকিব। আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত তাকে এনওসি দিয়েছে বিসিবি। ৯ সেপ্টেম্বর থেকে টনটনে সমারসেটের বিপক্ষে চারদিনের ম্যাচ খেলবে সারে। ম্যাচে থাকবেন টাইগার অলরাউন্ডার।

আগামী ১৫ সেপ্টেম্বর ভারতে সফরে যাবে বাংলাদেশ। ইংল্যান্ড থেকে সরাসরি ভারতে দলের সঙ্গে যোগ দেবেন তারকা অলরাউন্ডার। সফরে ভারতের বিপক্ষে দুটি টেস্ট এবং তিনটি টি-টুয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ।

১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে প্রথম টেস্ট শুরু হবে। কানপুরে দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ২৭ সেপ্টেম্বর থেকে। ৬ অক্টোবর গোয়ালিয়রে শুরু হবে টি-টুয়েন্টি সিরিজ। ৯ ও ১২ অক্টোবর পরের দুটি ম্যাচ দিল্লি ও হায়দরাবাদে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে