স্পোর্টস ডেস্ক : ফুটবল জগতে আর্জেন্টিনার সেরা খেলোয়াড় হিসেবে দিয়েগো ম্যারাডোনার নামটাই সবার আগে আসবে। তবে বর্তমানে সবকিছু ছাপিয়ে সেরাদের তালিকায় নিজেকে সবার উপরে নিয়ে গেছেন লিওনেল মেসি। বলতে গেলে দিয়েগো ম্যারাডোনা এবং লিওনেল মেসি দুজনেই আর্জেন্টিনার সর্বকালের সেরা ফুটবলার। তবে একদিক থেকে নিজেকে সেরা মনে করেন আনহেল ডি মারিয়া।
গত জুলাইয়ে কোপা আমেরিকার শিরোপা জিতেই নিজের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টেনেছেন ডি মারিয়া। ক্যারিয়ারের একেবারে গোধূলি লগ্নে এসে জিতেছেন দুটি কোপা আমেরিকা এবং বহুল আকাঙ্ক্ষিত বিশ্বকাপের শিরোপা। মজার ব্যাপার হলো, ২০২১ সালে কোপা আমেরিকার ফাইনাল এবং ২০২২ সালের বিশ্বকাপের ফাইনালে গোল করেছিলেন ডি মারিয়া।
ক্যারিয়ারের দারুণ সব সাফল্যের কারণে আর্জেন্টিনার সর্বকালের সেরাদের তালিকায় ডি মারিয়ার নামটাও যদি রাখা হয়, তাহলেও অবাক হওয়ার কিছু নেই। কারও কারও মতে, মেসি ও ম্যারাডোনার পর সর্বকালের সেরাদের তালিকায় ডি মারিয়ার নামটাই থাকবে। পারফরম্যান্স ও পরিসংখ্যানের দিকে তাকালেও তাই মনে হয়। তবে বিষয়টি নিয়ে সম্প্রতি ডি মারিয়া নিজেই মন্তব্য করেছেন।
এর আগে আর্জেন্টিনার সাবেক তারকা ফুটবলার ও বয়সভিত্তিক দলের কোচ হাভিয়ের মাশচেরানো বলেছিলেন, ‘মেসি ও ম্যারাডোনাকে বাদ দিলে আমার কাছে ডি মারিয়া গত ৪০-৫০ বছরে আর্জেন্টিনার সেরা পাঁচ খেলোয়াড়ের মধ্যে থাকবে।’
আর্জেন্টিনার প্রয়াত বিশ্বকাপজয়ী কোচ সিজার লুইস মেনোত্তি অবশ্য ডি মারিয়াকে মেসি-ম্যারাডোনার কাতারে রাখার কথাই বলেছিলেন। তিনি বলেছিলেন, ‘সে এমন এক খেলোয়াড়, যে সেরা ফুটবলারদের কাতারে থাকার যোগ্য। আমি তাকে কেম্পেস, ম্যারাডোনা ও মেসির কাতারেই রাখবো।’
তবে ডি মারিয়া অবশ্য একদিক থেকে নিজেকে আর্জেন্টিনার সেরা খেলোয়াড় মনে করেন। তবে সেটা মেসি-ম্যারাডোনাকে এগিয়ে রেখেই। সম্প্রতি ইএসপিএনকে ডি মারিয়া বলেছেন, ‘এটা অনেকটা সেরা হওয়ার মতোই। কারণ লিও (মেসি) এবং দিয়েগো অন্য গ্রহের। লিওর (মেসি) সঙ্গে খেলা এবং কোচ হিসেবে দিয়েগোকে পাওয়া, এইটুকুই যথেষ্ট।’