রবিবার, ০১ সেপ্টেম্বর, ২০২৪, ০৮:৪৬:৪৮

ফিরেই বাজিমাত করলেন তাসকিন আহমেদ

ফিরেই বাজিমাত করলেন তাসকিন আহমেদ

স্পোর্টস রিপোর্টার : রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টে দুর্দান্ত বোলিং করেন শরিফুল ইসলাম। বাঁহাতি এই পেসার প্রথম দিনের শুরুতেই পাকিস্তানের দুটি উইকেট এবং দ্বিতীয় ইনিংসে একটি উইকেট নেন। সে কারণে সিরিজের দ্বিতীয় টেস্টে অন্যতম ভরসা ছিলেন শরিফুল। 

কিন্তু তাকে ছাড়াই দ্বিতীয় টেস্টে নামতে হয়েছে বাংলাদেশ দলকে। তার পরিবর্তে দীর্ঘ সময় পর ফিরেছেন ডানহাতি পেসার তাসকিন আহমেদ। আর ফিরেই বাজিমাত করলেন তাসকিন আহমেদ!

১৪ মাস পর টেস্টে ফিরেছেন তিনি। আর ফেরাটাকে উদযাপন করেছেন শুরুতেই পাকিস্তানের ওপেনার আব্দুল্লাহ শফিককে বোল্ড করে। প্রথম ইনিংসে ৩ উইকেট নিয়ে দারুণ প্রত্যাবর্তন ঘটেছে তার। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফিজিও বায়েজিদুল ইসলাম জানিয়েছেন গ্রোয়েন ইনজুরি শনাক্ত হওয়ায় শেষ মুহূর্তে বাদ পড়েছেন শরিফুল এবং তার খেলায় ফিরতে ১০ দিন সময় লাগবে। প্রথম টেস্টে নতুন বলে দুর্বার ছিলেন শরিফুল।

বেশ ভালো সুইং আদায় করে নিতে পেরেছেন এবং উইকেটও তুলে নিয়েছেন শুরুতে যা পাকিস্তানকে কোণঠাসা করেছে। তাই দ্বিতীয় টেস্টেও থাকবেন এ বাঁহাতি তা নিশ্চিতই ছিল। এরপরও তাকে ছাড়াই নামতে হয়েছে। 

প্রথম দিন বৃষ্টির কারণে টসই হয়নি। তাই একাদশও দিতে হয়নি কোনো দলকে। শনিবার টস হওয়ার পরে শরিফুলের জায়গায় তাসকিনকে দেখা গেছে বাংলাদেশের স্কোয়াডে। জানা গেছে প্রথম টেস্টের পরই শরিফুল তার গ্রোয়েনে অস্বস্তির কথা জানান। এরপর তার এমআরআই করানো হয়।

সে বিষয়ে ফিজিও বায়েজিদুল বলেছেন, ‘প্রথম টেস্টের পরই শরিফুলের এমআরআই করানো হয়েছে এবং জানা গেছে তার বাঁদিকে গ্রেড ১ স্ট্রেইন আছে। এক্ষেত্রে সাধারণত সবকিছু ঠিকঠাক হতে ১০ দিন সময় লাগে। সে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেছে।’ তাসকিন হয়তো এমনিতেও দ্বিতীয় টেস্টে ফিরতেন। কারণ তাকে দ্বিতীয় টেস্টের জন্যই স্কোয়াডে নেওয়া হয় এবং বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ইসলামাবাদে পাকিস্তান শাহীন্সের বিপক্ষে দ্বিতীয় ৪ দিনের ম্যাচে খেলানো হয়।

বৃষ্টি বিঘিœত সেই ম্যাচে অবশ্য ১৫ ওভার বোলিং করার সুযোগ পেয়েছেন। ২০২৩ সালের জুনে আফগানিস্তানের বিপক্ষে মিরপুরে সর্বশেষ টেস্ট খেলেন তাসকিন। আর কাঁধের ইনজুরির কারণে এ বছর লঙ্গার ভার্সন থেকে সাময়িক বিরতিতে যান। অবশেষে ফিরেছেন তিনি এবং ফিরেই দুর্দান্ত বোলিং করে ৩ উইকেট নিয়েছেন।

ওপেনার শফিককে বোল্ড করেছেন দিনের শুরুতে, দিনের শেষে একাই লড়াই চালিয়ে যাওয়া সালমান আলী আগাকেও সাজঘরে ফিরিয়েছেন। মাঝে সৌদ শাকিলকেও বোল্ড করে দেন। সবমিলিয়ে টেস্টে ফেরাটাকে দারুণভাবে কাজে লাগিয়েছেন এবং নিজেকে প্রমাণ করে ১৭ ওভার বোলিং করে ২ মেডেনে ৫৭ রান দিয়ে ৩ উইকেট তুলে নিয়েছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে