মঙ্গলবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৪, ০৫:৪৯:৩৯

নিহত রিকশাচালকের পরিবারকে সিরিজসেরার অর্থ দেবেন মিরাজ

নিহত রিকশাচালকের পরিবারকে সিরিজসেরার অর্থ দেবেন মিরাজ

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সফরে অনেক প্রথমের সাক্ষী হয়েছে বাংলাদেশ। পাকিস্তানের মাটিতে তাদের বিপক্ষে টেস্ট, সিরিজ জয় সহ আরো অনেক কিছুতে। দুই টেস্টের সিরিজে পাকিস্তানকে ধবলধোলাই করার পথে অনবদ্য অবদান রেখেছেন মেহেদী হাসান মিরাজ।

সিরিজে-ব্যাটে বলে অবদান রাখা মিরাজ দলের বাইরে ব্যক্তিগত এক জায়গায় প্রথমের সাক্ষী হয়েছেন।

আর তা হচ্ছে প্রথমবারের মতো প্রতিপক্ষের মাটিতে সিরিজ সেরার স্বীকৃতি পেয়েছেন তিনি। সিরিজে ১৫৫ রান ও ১০ উইকেটের বিনিময়ে প্রাপ্য পুরস্কার ট্রফি নিজের কাছে রাখলেও অর্থ দান করেছেন তিনি।

পুরুস্কারের টাকা বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত রিকশাচালকের পরিবারকে দেওয়ার ঘোষণা দিয়েছেন মিরাজ। সঙ্গে তার সিরিজ সেরার পুরস্কার বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের উদ্দেশ্যে উৎসর্গ করেছেন বাংলাদেশি অলরাউন্ডার।

মিরাজ বলেছেন,‘প্রথমবার বিদেশের মাটিতে সিরিজ সেরার পুরস্কার পেয়েছি। তাই আমি ভীষণ খুশি। সম্প্রতি আমাদের দেশ কঠিন সমস্যার মুখোমুখি দাঁড়িয়েছিল। বৈষম্যবিরোধী আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদেরকে উৎসর্গ করছি সিরিজ সেরার পুরস্কার।

সেই সময় একজন রিকশাচালক আহত হয়েছিলেন। কিছুদিন পর মারা গেছেন। পুরস্কারের অর্থ তার পরিবারকে দান করতে চাই।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে