স্পোর্টস ডেস্ক : দেশের ক্রিকেটের বড় আসর বিপিএল নিয়ে ব্যস্ত সময় পার করছেন ক্রিকেটাররা। টুর্নামেন্ট শেষে অবশ্য বিশ্রামের সুযোগ পাবেন না জাতীয় দলের ক্রিকেটাররা। টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বিপিএলই ক্রিকেটারদের প্রস্তুতির মঞ্চ।
ইতোমধ্যে আইসিসির কাছে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিজেদের প্রাথমিক দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যেখানে প্রাথমিক দলে নেই জাকের আলি অনিক। সুযোগ হয়নি মাহিদুল ইসলাম অঙ্কনেরও। তবে রয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিনরা।
এদিকে বিপিএলের প্রথম কয়েক ম্যাচে ব্যাট হাতে আলো ছড়িয়ে আলোচনায় নাজমুল হোসেন শান্ত। এছাড়া বল হাতে দুই ম্যাচে ভালো করেছেন রিপন মন্ডল। দুর্দান্ত করেছেন আলিস ইসলামও। ভালো করা ক্রিকেটারদের দিকেও নজর দিতে হচ্ছে নির্বাচকদের। কেননা বিশ্বকাপ দল পরিবর্তনের সুযোগ থাকছে আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত।
বিশ্বকাপের প্রাথমিক সম্ভাব্য দল :
লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান, তাওহীদ হৃদয়, পারভেজ ইমন, তানজিদ তামিম, শামীম পাটোয়ারী, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, রিশাদ হোসেন, তানজিম সাকিব, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, সাইফউদ্দিন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ।