স্পোর্টস ডেস্ক : ‘সিরিজ জয়টা অনেক স্পেশাল ছিলো আমার কাছে। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়, বাংলাদেশের সব থেকে বড় অর্জন। মুহুর্তটাকে ভালো ভাবে উপভোগ করার জন্য মনে হলো যে ট্রফিটা নিয়েই ঘুমাই। এটাই আর কি, কাউকে দেখে না। লিওয়েন মেসিকে দিয়ে শুরু হয়েছিলো।’
বুধবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টা নাগাদ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন ক্রিকেটাররা। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জয়টা উদযাপনও করেছেন একটু ভিন্ন ভাবে। তার কাছে পুরো সফরটাই উপভোগের ছিল। দেশে ফিরে সিরিজ জয়ের অভিজ্ঞতা বলতে গিয়ে টাইগার অধিনায়ক এসব কথা বলেন।
তিনি বলেন, ‘এইরকম অর্জনের পর স্বাভাবিক ভাবেই সেলিব্রেশনটা একটু অন্যরকম থাকে। জেতার পর ড্রেসিংরুমে সবাই সেলিব্রেট করেছে। হোটেলে যাওয়ার পরও সেলিব্রেশন থামেনি। পুরো জার্নিটাই আসলে আনন্দের ছিলো। পাকিস্তানে পুরো সময়টা আমরা অনেক উপভোগ করেছি।’
লাল বলের ক্রিকেটে গত মার্চে শ্রীলঙ্কার কাছে বিধ্বস্ত হয়েছিলো টাইগাররা। তাই পাকিস্তানের বিপক্ষে ড্র করে আসাটাও বাংলাদেশের অর্জন হিসেবেই দেখা হতো। সব হিসেব পাল্টে দিয়ে বাবর-রিজোয়ানদের ঘরের মাঠে লজ্জায় ডুবিয়েছে টাইগাররা। টেস্ট স্ট্যাটাস অর্জনের ২৪ বছর পর পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ ও সিরিজ জিতেছে বাংলাদেশ।