স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) কিংবা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আদোলে শুরু হতে যাওয়া পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ক্রিকেট টুর্নামেন্ট হবে বিশ্ব তারকাদের মিলন মেলা। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া এ টুর্নামেন্টের লোগো গতকাল উন্মোচন করা হয়েছে।
টুর্নামেন্টে বাংলাদেশ থেকে অংশ নেবে বিশ্বসেরা অল রাউন্ডার সাকিব আল হাসান ও অন্য আরেকজন ক্রিকেটার। পাশাপাশি বিশ্বের নামিদামি তারকাদের মধ্যে এরই মধ্যে টুর্নামেন্টে অংশ নেয়ার বিষয়ে নিশ্চিত করেছে ক্যারিবীয় ঝড় ক্রিস গেইল, ব্রাভো, ড্যারেন স্যামিও কাইরন পোলার্ড। এছাড়া পিসিএলে খেলার বিষয়টি নিশ্চিত করেছেন গ্রান্ট ইলিয়ট, কেভিন পিটারসেন, টিম ব্রেসনান, সাকিব আল হাসানের মতো তারকারা। আয়োজকরা ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে সাকিব সহ অন্তত দুইজন বাংলাদেশি খেলবেন ২০১৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে।
উল্লেখ্য, ২০০৯ সালের মার্চ মাসে শ্রীলঙ্কা দলের উপর সন্ত্রাসী হামলার পর থেকে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ রয়েছে। দোহাতে এই ২৪ দিন ব্যাপী টি টোয়েন্টি টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পাকিস্তান অবশ্য আরব আমিরাতেই এই টুর্নামেন্টটি আয়োজন করতে চেয়েছিল। কিন্তু একই সময়ে আরব আমিরাতে অবসর প্রাপ্ত খেলোয়াড়দের টি টোয়েন্টি লিগ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ক্রিকইনফো
২২ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ