মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪, ০৭:৩৫:২৬

আর্জেন্টিনা - ব্রাজিল : ৬: ৩

আর্জেন্টিনা - ব্রাজিল : ৬: ৩

স্পোর্টস ডেস্ক : কনমেবল অঞ্চলে বিশ্বকাপ বাছাইপর্বে রাতে আলাদা ম্যাচে মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা। কলম্বিয়ার রবার্তো মেলেন্দেজ স্টেডিয়ামে স্বাগতিকদের আতিথ্য নেবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচ মাঠে গড়াবে রাত আড়াইটায়। আর তার ঠিক ৪ ঘণ্টা পর ডেল চাকো অ্যারেনায় ব্রাজিলের প্রতিপক্ষ প্যারাগুয়ে। ম্যাচ শুরু ভোর সাড়ে ৬টায়।

মেসি আছে, মেসি নেই। আর্জেন্টিনার ম্যাচ মানেই এখন এই একটাই প্রশ্ন। থাকছেন তো ক্ষুদে জাদুকর? কিন্তু বাস্তবতা বলছে, বয়সের সঙ্গে সঙ্গে ফিটনেসটা আর আগের জায়গায় নেই লিওনেল মেসির। কোপার পর যেটা ভালোভাবেই টের পাচ্ছেন তিনি। তাই তো এবার অন্তত পুরো ফিট না হয়ে আর মাঠে আসছেন না লিও।

তাই বলে কি থেমে থাকবে আর্জেন্টিনা ফুটবল? উত্তরটা হচ্ছে, না। মেসি ছাড়াও দুর্বার গতিতে চলছে আলবেসিলেস্তেদের জয়ের ট্রেন। বিশ্বকাপ বাছাইয়ে কলম্বিয়ার আতিথ্য নেয়ার আগে, বিন্দুমাত্র দুশ্চিন্তা নেই আকাশি-নীল শিবিরে। ৭ ম্যাচে ৬ জয় নিয়ে সবার ওপরে আর্জেন্টিনা। দুইয়ে থাকা উরুগুয়ের সঙ্গে পার্থক্যটা ৪ পয়েন্টের। যা একটু ভয় ছিল চিলিকে নিয়ে, সেটাও কেটে গেছে এক ম্যাচ আগেই। ৩-০ এর সে জয়টাই এখন ট্রাই কালারদের বিপক্ষে বাড়তি অনুপ্রেরণা স্ক্যালোনি বাহিনীর।

তবে, ফুটবলারদের টানা ম্যাচ খেলার ক্লান্তি আর ইনজুরি ফ্যাটিগ একটু চিন্তায় ফেলেছে আর্জেন্টাইন শিবিরকে। বিশেষ করে ম্যাক অ্যালিস্টারের উরুর চোট একাদশে পরিবর্তন করতে বাধ্য করবে লিওনেল স্ক্যালোনিকে।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে স্ক্যালোনি বলেন, ‘মেসিকে মিস করছি কি না, এটা অবান্তর প্রশ্ন। আপনি আপনার সেরা খেলোয়াড়কে বাইরে রেখে দল সাজাচ্ছেন, সেটার প্রভাব অবশ্যই মাঠের কৌশলে পড়বে। আমরাও মেসিকে মিস করছি। কিন্তু তার চেয়েও বেশি সমস্যায় পড়েছি টানা খেলার ক্লান্তি আর ইনজুরি নিয়ে। ম্যাককে এই ম্যাচে পাব বলে মনে হয় না। তবে, যারা আছে আমি তাদের নিয়ে আত্মবিশ্বাসী। কলম্বিয়ার সঙ্গে জিতে নিজেদের জয়ের ধারা ধরে রাখব।’

আর্জেন্টিনা যখন উড়ছে, তখন পূর্ণ শক্তির দল নিয়েও ধুঁকছে ব্রাজিল। এই বিশ্বকাপ বাছাইয়েই ৭ ম্যাচে মাত্র ৩ ম্যাচে জয়ের দেখা পেয়েছে সেলেসাওরা, বিপরীতে হেরেছেও সমান ৩ টাতে। কোপার শেষ আসরেও মাত্র এক ম্যাচে জয় পেয়েছিল ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

ব্রাজিল মানেই এতদিন ছিল জোগো বনিতা, অর্থ্যাৎ সুন্দর ফুটবল। কিন্তু দোরিভাল জুনিয়রের কাছে আপাতত সৌন্দর্য্য রক্ষার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে ৩ পয়েন্ট। ইকুয়েডরের বিপক্ষে ম্যাচেই দেখা গেছে যার প্রতিফলন। রদ্রিগোর এক গোল ছাড়া কখনই ব্রাজিলকে, ব্রাজিল মনে হয়নি মাঠের খেলায়।

তবে, এসব সমালোচনার কোনোটাই অস্বীকার করেননি দোরিভাল। উলটো নিজের পক্ষেই সাফাই গেয়েছেন ব্রাজিল বস। তার কথা, পয়েন্ট টেবিলের এই অবস্থায় সুন্দর ফুটবল নিয়ে ভাবার মতো বিলাসী হওয়া সম্ভব না ব্রাজিলের। তাদের প্রয়োজন কোয়ালিফাই করার মতো যথেষ্ট পয়েন্ট।

দোরিভাল বলেন, ‘আমি মানছি, ইকুয়েডরের বিপক্ষে খেলায় কোনো সৌন্দর্য্য ছিল না। কিন্তু সে জন্য আমি একটুও চিন্তিত নই। আমাকে বিশ্বকাপ খেলতে হলে পয়েন্ট লাগবে। আমার প্রাথমিক টার্গেট সেটা পূরণ করা। এরপর আমি বাকি অন্য কিছু নিয়ে ভাবব। খেলোয়াড়রা এখন টানা খেলার কারণে ক্লান্ত। সেটাও বিবেচনায় নিতে হবে।’ ৭ ম্যাচে মাত্র একটি জয় নিয়ে পয়েন্ট টেবিলের ৭ নম্বরে আছে প্যারাগুয়ে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে