স্পোর্টস ডেস্ক : কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের ফাইনালে ওঠার মিশনে প্রথম লেগে ভ্যানকুভার এফসি'র মুখোমুখি হবে লিওনেল মেসির ইন্টার মায়ামি। জয়ে দিয়ে শিরোপার রেসে টিকে থাকার লক্ষ্য দ্য হেরন্সের।
তবে গুরুত্বপূর্ণ ম্যাচে লিওনেল মেসি খেলবেন কি না সেটা নিশ্চিত করেননি মায়ামি কোচ হ্যাভিয়ের মাশচেরানো। তবে গুরুত্বপূর্ণ ম্যাচে জয় ভিন্ন কিছু ভাবছে না তার দল।
ম্যাচটি মাঠে গড়াবে শুক্রবার (২৫ এপ্রিল) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টায়।
আরও একটি শিরোপার হাতছানি আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসির সামনে। কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের সেমিফাইনালে তার দল ইন্টার মায়ামি। গুরুত্বপূর্ণ ম্যাচে ওয়েস্টার্ন কনফারেন্সের টেবিল টপার ভ্যানকুভার এফসির বিপক্ষে মাঠে নামবে হ্যাভিয়ের মাশচেরানোর শিষ্যরা।
ম্যাচ হবে ভ্যানকুভারের মাঠে। তারপরও জয়ের আশা রাখতেই পারে মায়ামি। এমএলএসে এখন পর্যন্ত অপরাজিতই আছে লিওনেল মেসির দল। নতুন কোনো ইনজুরি সমস্যা না থাকলেও মেসির খেলা নিয়ে আছে শঙ্কা। আগের ম্যাচে কলম্বাসের বিপক্ষে ব্যাথা পেয়ে মাঠ ছেড়েছিলেন আর্জেন্টাইন তারকা। গুরুত্বপূর্ণ এই ম্যাচে খেলবেন কিনা সেটাই এখন প্রশ্ন। যদিও সেই ম্যাচের পর কোচ মাশচেরানো বলেছিলেন মেসির তেমন কিছুই হয়নি।
ভ্যানকুভারের বিপক্ষে ম্যাচের আগে কিছুটা রহস্য রাখলেন আর্জেন্টাইন কোচ হ্যাভিয়ের মাশচেরানো। মেডিক্যাল টিমের পরামর্শে মেসির ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে শেষ মুহূর্তে।
মাশচেরানো বলেন, ‘এটা আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ম্যাচ। ক্লাবের ইতিহাসে আমার মনে হয় এর চেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ আসেনি। আমরা ম্যাচের জন্য প্রস্তুত এবং মাঠে নামার অপেক্ষায় আছি। আমি ম্যাচের আগে এটা পছন্দ করি না যে কে ম্যাচ খেলবে কে খেলবে না। ম্যাচেই দেখতে পাবেন কে খেলছে।’
সবশেষ পাঁচ ম্যাচের পরিসংখ্যানে তাকালে অবশ্য কোনো দলকেই পিছিয়ে রাখার সুযোগ নেই। দুই দলই অপরাজিত সবশেষ পাঁচ ম্যাচে। ইস্টার্ন কনফারেন্সে মেসিদের অবস্থান তিন নম্বরে। আর ওয়েস্ট কনফারেন্সে ভ্যানকুভারের অবস্থান শীর্ষে। তাদের মাঠে ম্যাচটা সহজ হবে না মেসিদের জন্য।
মাশচেরানো একাদশ সাজাতে পারেন আক্রমণ ভাগে মেসি, সুয়ারেজ, সেগোভিয়াকে নিয়ে। তাছাড়া সার্জিও বুসকেটস, জার্ডি আলভা, অভিলিস, ফ্যালকনরা আছেন ছন্দে। নিজেদের সেরা ফুটবল খেলতে পারলে জয় পাওয়া কঠিন হবে না মেসিদের জন্য।