স্পোর্টস ডেস্ক : উজবেকিস্তানে বসেছে ফিফা ফুটসাল বিশ্বকাপের দশম আসর। ২৪ দলের এই আসরে ‘বি’ গ্রুপ থেকে খেলছে ব্রাজিল এবং ‘সি’ গ্রুপ থেকে আর্জেন্টিনা। লাতিন আমেরিকার দুইটি দলই নিজ নিজ গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে।
‘বি’ গ্রুপ থেকে ব্রাজিল নিজেদের প্রথম খেলায় কিউবাকে ১০-০ গোলে, দ্বিতীয় খেলায় ক্রোয়েশিয়াকে ৮-১ গোলে এবং তৃতীয় ও শেষ খেলায় থাইল্যান্ডকে ৯-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়। টানা তিন জয়ে নিশ্চিত করে শেষ ষোলো। যেখানে তাদের প্রতিপক্ষ মধ্য আমেরিকার দেশ কোস্টারিকা।
ব্রাজিলের মতো আর্জেন্টিনার গোল ব্যবধান বেশি না হলেও গ্রুপ পর্বের সব ম্যাচেই জিতেছে আলবিসেলেস্তেরা। নিজেদের প্রথম ম্যাচে ইউক্রেনকে ৭-১ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয় ছিল ২-১ গোলের। সবশেষ তৃতীয় ও শেষ ম্যাচে অ্যাঙ্গোলাকে ৯-৫ গোলের ব্যবধানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে পা রাখল আর্জেন্টাইন ফুটসাল দল।
ফিফা ফুটসাল বিশ্বকাপের দশম আসরের দ্বিতীয় রাউন্ড শুরু হবে আগামী ২৪ সেপ্টেম্বর থেকে। প্রথম ম্যাচেই মাঠে নামবে ব্রাজিল-কোস্টারিকা। শেষ ষোলোতে আর্জেন্টিনা খেলবে ২৭ সেপ্টেম্বর। তাদের প্রতিপক্ষ এখনও নির্ধারিত হয়নি। ক্রোয়েশিয়া হতে পারে আর্জেন্টিনার দ্বিতীয় রাউন্ডের প্রতিপক্ষ।