স্পোর্টস ডেস্ক : কিছুদিন আগেই টি-টোয়েন্টি ও টেস্ট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান। তার উত্তরসূরি হতে পারেন মেহেদী হাসান মিরাজ, এমন জল্পনা অনেক আগে থেকেই হয়ে আসছিল। এবার মিরাজের সুযোগ এসেছে সাকিবের শূন্যস্থান পূরণ করা।
সাকিবের জায়গা পূরণ করতেই যে মিরাজকে ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে নেয়া হয়েছে তা রোববার (২৯ সেপ্টেম্বর) নিশ্চিত করেছে বিসিবির প্রধান নির্বাচক আশরাফ হোসেন লিপু।
তিনি বলেন, ‘মিডল অর্ডারে গ্রেট সাকিব আল হাসান ঘোষণা দিয়েছে সে তার শেষ টি-টোয়েন্টি ম্যাচটি খেলে ফেলেছে। সেখানে তার যে অভিজ্ঞতা, পারফরম্যান্স তার কাছাকাছি বিকল্প আসলে এই মুহূর্তে আমাদের কাছে না থাকলেও তার জায়গাটি ব্যাটিংয়ে যিনি খুব ভালোভাবে সামাল দিতে পারে বলে আমরা মনে করি সেরকম একটা বিকল্প মেহেদী মিরাজ। সে ওই জায়গাটা নেবে। বিশেষ করে তাকে আমরা ভাবছি ব্যাটিংয়ে সে সবচেয়ে বড় অবদান দলে রাখতে পারবে এবং সে ভালো অফ স্পিন করে।’
দীর্ঘ ১৪ মাস পর বাংলাদেশের টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন মিরাজ। তবে তিনি খেলেননি ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপে মিরাজকে না নেয়ার ব্যাখ্যা দিয়েছেন আশরাফ হোসেন।
বিসিবির প্রধান নির্বাচক বলেন, ‘তাকে আমরা বিশ্বকাপ দলে সম্পৃক্ত করিনি কারণ আমরা তার টেস্ট এবং ওয়ানডে ক্রিকেটে ব্যাটিং ও বোলিং গুরুত্ব সহকারে বিবেচনা করেছিলাম। যাতে টি-টোয়েন্টি খেলার যে একটা আগ্রাসন আছে সেটা তার ব্যাটিংয়ে যেন প্রভাব না রাখে কিংবা বোলিং করতে গেলে প্রথম পাওয়ার প্লেতে যেভাবে বোলিং করতে হয় সেই জায়গাতে আমরা ভালো অপশন মনে করিনি।’
আগামী ৬ অক্টোবর থেকে মাঠে গড়াবে ভারত ও বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সেই সিরিজ দিয়েই নিজেকে নতুন করে চেনানোর সুযোগ পাচ্ছেন মিরাজ।