বৃহস্পতিবার, ০৩ অক্টোবর, ২০২৪, ১২:৫৫:১১

বর্তমানে সবচেয়ে দামি ফুটবলার কে? সেরা দশে নেই মেসি-রোনালদো

বর্তমানে সবচেয়ে দামি ফুটবলার কে? সেরা দশে নেই মেসি-রোনালদো

স্পোর্টস ডেস্ক : জমে উঠেছে ইউরোপিয়ান ফুটবল লিগগুলো। ক্লাবগুলো মেতেছে এগিয়ে যাওয়ার লড়াইয়ে। চ্যাম্পিয়নস লিগেও কষা হচ্ছে পরের রাউন্ডে যাওয়ার হিসেব। এর মধ্যে চলতে মাসে আবার ব্যালন ডি’অর পুরস্কার দেয়া হবে। সব মিলিয়ে ফুটবল প্রেমীদের বড্ড ব্যস্ততার মাস যাচ্ছে। 
 
এসবের মাঝে এবার ট্রান্সফারমার্কেট প্রকাশ করেছে দামি খেলোয়াড়ের তালিকা। তালিকায় নতুন নতুন অনেক তারকা উঠে আসলেও দীর্ঘ দেড় যুগ ফুটবল মাঠে আধিপত্য বিস্তার করা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর নাম নেই। 
 
ফুটবলবিষয়ক ওয়েবসাইটটির হিসাবে, এ মুহূর্তে সবচেয়ে দামি ফুটবলা আর্লিং হালান্ড। নরওয়ের এই তারকার বর্তমান বাজারদর ২০ কোটি ইউরো। অথচ ২০১৬ সালের ডিসেম্বরে ১৬ বছর বয়সী হালান্ডের বাজারমূল্য যখন প্রথম সামনে আসে, তখন তার দাম ছিল ২ লাখ ইউরো। অবশ্য সে সময় হালান্ড খেলতেন নরওয়ের দ্বিতীয় বিভাগের ক্লাব ব্রায়নেতে। 
 
হালান্ড ২০২২ সালের জুলাইয়ে ডর্টমুন্ড ছাড়েন, ওই তার মূল্য ছিল ১৫ কোটি ইউরো। দামের তুলনায় ম্যানচেস্টার সিটি অবশ্য বেশ কম মূল্যেই তাকে পেয়ে যায়। ৬ কোটি ইউরোতেই সিটি কিনে নেয় তাকে। সিটিতে এসে পেপ গার্দিওলার অধীন ১০৭ ম্যাচেই করেন ১০১ গোল। বর্তমানে তার মূল্য ২০ কোটি ইউরো স্পর্শ করেছে। এর আগে মাত্র একজন ফুটবলারের দাম ২০ কোটি ইউরো ছুঁয়েছিল।
 
২০১৮ সালে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতা কিলিয়ান এমবাপ্পের বাজারমূল্য প্রথমবারের মতো ২০ কোটির কোটা স্পর্শ করেছিল। সেই এমবাপ্পের বর্তমান বাজারমূল্য কমে হয়েছে ১৮ কোটি ইউরো। এমবাপ্পের দুই রিয়াল মাদ্রিদ সতীর্থ জুড বেলিংহাম ও ভিনিসিয়ুস জুনিয়রের দামও তার সমান ১৮ কোটি ইউরো। সামনের দিনগুলোয় হালান্ডের দাম আরও বাড়ে কি না, সেটাই দেখার অপেক্ষা।
 
চলুন দেখে নেই ট্রান্সফারমার্কেটের হিসেব অনুযায়ী সেরা দশ দামি ফুটবলারের তালিকা : 
 
খেলোয়াড়              ক্লাব                      দেশ         দাম
আর্লিং হালান্ড    ম্যানচেস্টার সিটি   নরওয়ে      ২০ কোটি ইউরো
জুড বেলিংহাম রিয়াল মাদ্রিদ   ইংল্যান্ড     ১৮ কোটি ইউরো
ভিনিসিয়ুস জুনিয়র রিয়াল মাদ্রিদ   ব্রাজিল    ১৮ কোটি ইউরো
কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদ   ফ্রান্স   ১৮ কোটি ইউরো
ফিল ফোডেন          ম্যানচেস্টার সিটি ইংল্যান্ড ১৫ কোটি ইউরো
বুকায়ো সাকা              আর্সেনাল     ইংল্যান্ড ১৪ কোটি ইউরো
ফ্লোরিয়ান ভির্টৎস বায়ার লেভারকুসেন জার্মানি ১৩ কোটি  ইউরো
জামাল মুসিয়ালা বায়ার্ন মিউনিখ জার্মানি ১৩ কোটিই উরো
রদ্রি                     ম্যানচেস্টার সিটি স্পেন ১৩ কোটি ইউরো
লামিনে ইয়ামাল বার্সেলোনা স্পেন        ১২ কোটি ইউরো

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে