স্পোর্টস ডেস্ক : ঘড়ির কাঁটা মেনে ঠিক একদিন পরেই বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নামার কথা ভারতের। সেই দলে অলরাউন্ডার শিভাম দুবের জায়গা পাওয়াটা অনেকটাই নিশ্চিত ছিল।
২০২৪ আইপিএলে চেন্নাই সুপার কিংসের সঙ্গে সময় পার করেছিলেন দারুণ। যে সুবাদে জায়গা করে নিয়েছিলেন ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী স্কোয়াডে। ছিলেন বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে।
কিন্তু সিরিজ শুরুর আগেরদিন ভারতীয় শিবিরে ধাক্কা হয়ে এলো শিভাম দুবের ইনজুরির খবর। শনিবার ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে, পিঠে চোট পেয়েছেন শিভাম। সেই কারণে বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ের দল থেকে বাদ পড়েছেন তিনি। এই একই কারণে ইরানি কাপ মুম্বাইয়ের হয়ে খেলতে পারেননি তিনি। তার বদলে আর এক বাঁহাতি ব্যাটার তিলক ভার্মাকে বাংলাদেশ সিরিজের দলে নেওয়া হয়েছে।
গত বারের আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে ভাল খেলায় ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে সুযোগ পান শিভাম দুবে। ভারতের হয়ে প্রতিটি ম্যাচেই খেলেছেন তিনি। ফাইনালেও ভারতের হয়ে শেষদিকে রান তোলায় ছিলেন কার্যকরী। বাংলাদেশ সিরিজে তাকে না পাওয়া বেশ বড় এক ধাক্কা স্বাগতিকদের জন্য।
বোর্ডের বিজ্ঞপ্তিতে শিভামের ইনজুরির পাশাপাশি জানানো হয় তিলক ভার্মার অন্তর্ভুক্তির খবর। রোববার সকালেই তিলক গোয়ালিয়রে দলের বাকি সদস্যদের সঙ্গে যোগ দেবেন। এর আগে মুম্বাই থেকে গোয়ালিয়রে দলের সঙ্গে যোগ দিয়েছিলেন শিভাম। তবে ম্যাচের আগের দিন পর্যন্ত পিঠের ব্যাথা ভুগিয়েছে তাকে।
ভারতের হয়ে এখন পর্যন্ত ৩৩ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন শিভাম দুবে। বল হাতে ১১ উইকেট নেয়ার পাশাপাশি করেছেন ৪৪৮ রান। অন্যদিকে তিলক ভার্মার ঝুলিতে আছে ১৬ টি-টোয়েন্টি ম্যাচের অভিজ্ঞতা। করেছেন ৩৩৬ রান। যদিও ভারতের সবশেষ জিম্বাবুয়ে বা শ্রীলঙ্কা সফরের দলে ছিলেন না তিলক ভার্মা।
৬ তারিখ গোয়ালিয়রে হবে বাংলাদেশ ও ভারতের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। পরের ম্যাচ ৯ তারিখ। খেলা হবে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। আর সিরিজের শেষ ম্যাচটা হবে ১২ তারিখ। হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত।