রবিবার, ০৬ অক্টোবর, ২০২৪, ০৩:৩২:৩৫

দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়েলেন উসমান খান

দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়েলেন উসমান খান

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের লিস্ট এ ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়েছেন উসমান খান। প্রেসিডেন্ট কাপে এসএনজিপিএলের বিপক্ষে এশাল অ্যাসোসিয়েটসের হয়ে এই কীর্তি গড়েন উসমান। ডাবল সেঞ্চুরি আদায় করে নিতে খেলেন ১৩১ বল।

এর আগে লিস্ট এ ক্রিকেটে ১৩৩ বলে ডাবল সেঞ্চুরি করেছিলেন শারজিল খান। ২০২২ সালে খাইবার পাখতুনখাওয়ার বিপক্ষে সিন্ধুর হয়ে এই কীর্তি গড়েছিলেন তিনি। এতদিন সেটিই ছিল দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড। 

এবার সেই রেকর্ডটিই ভেঙে দিয়েছেন উসমান। ১৩১ বলে ডাবল সেঞ্চুরি তুলে নেওয়ার পর ১৩২ বলে ২০১ রান করে স্বেচ্ছায় মাঠ ছাড়েন উসমান।

এই ম্যাচটি ছিল উসমান খানের দশম লিস্ট এ ম্যাচ। এর আগে, ৮১.৫ গড়ে ৬৫২ রান করেছেন তিনি। যার মধ্যে একটি ডাবল সেঞ্চুরি, একটি সেঞ্চুরি এবং চারটি হাফ সেঞ্চুরি রয়েছে উসমানের।

তবে ডাবল সেঞ্চুরি হাঁকানো সপ্তম ব্যাটার হয়েছেন উসমান। এর আগে লিস্ট এ ক্রিকেটে ডাবল সেঞ্চুরি আছে- ফখর জামান, আবিদ আলী, মোহাম্মদ আলী, শারজিল খান, কামরান আকমল এবং খালিদ লতিফদের। 

যার মধ্যে ২০১৮ সালে ফখর জামানের ২১০ রানে অপরাজিত থাকার ইনিংসটিই সর্বোচ্চ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে