স্পোর্টস ডেস্ক: স্প্যানিশ লা লিগায় সর্বশেষ ম্যাচে মেসি-সুয়ারেজ এক অসাধাণ পেনাল্টি করে আলোচনায় এসেছেন। তবে ওই গোলের ঘটনায় চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা।
ওই গোল দেখে মেসির সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে টিভি উপস্থাপিকা লিনসি হিপগ্রেভ। সম্প্রচার প্রতিষ্ঠান বিটি স্পোর্টসের এ উপস্থাপিকা এ নিয়ে টুইটার বার্তায় লেখেন, ‘মেসির পেনাল্টিটা দেখে মনে হলো এটা খুবই অশ্রদ্ধাকর। একজন ভালো সতীর্থ হলে সুয়ারেজকেই তিনি পেনাল্টি কিক নিতে দিতেন।’
এর পরই ওই উপস্থাপিকাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তোলপাড়। অনেকে তাকে বিশ্রি ভাষায় গালমন্দ করতেও ছাড়েন নি।
১৯ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর