স্পোর্টস ডেস্ক: প্রথমবারের মতো অনুষ্ঠিত পাকিস্তান সুপার লিগ খেলে দেশে ফিরেছেন তামিম, সাকিব ও মুশফিক। তবে সাকিব ও মুশফিক আলো না ছড়াতে পারলেও টুর্নামেন্টের সব দ্যূতি যেন নিজের দিকে নিয়েছিলেন তামিম ইকবাল। বাংলাদেশের এই ড্যাশিং ওপেনার ছয় ম্যাচ খেলে করেছেন ২৬৭ রান।
সন্তানসম্ভাবা স্ত্রীকে সঙ্গ দিতে পাকিস্তান সুপার লিগ ও এশিয়া কাপ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তামিম। পিএসএলের মাঝপথে দেশে ফেরার কথা জানালে পেশোয়ার জালমি ছাড়তে চায়নি তামিমকে। তবে তাদেরকে তিনি যখন ব্যাক্তিগত সমস্যার কথা জানিয়েছেন, তখন তারা আর বেধে রাখতে চেষ্টা করেনি।
তামিম নিজেই বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় পত্রিকাকে জানিয়েছেন এ তথ্য। তবে ভিন্ন একটি সূত্রে জানা গেছে, তামিম যাতে পুরো পিএসএল খেলেন, সে জন্য পেশোয়ার জালমির মালিক তাকে বিশাল অংকের অর্থের প্রস্তাবও করেছিলেন। তারা ভেবেছিলেন, বিশাল অংকের প্রস্তাব পেলে হয়তো তামিম সিদ্ধান্ত পাল্টাতে পারেন। কিন্তু, সন্তানের মুখ দেখার জন্য তিনি এশিয়া কাপেই না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। সেখানে তো পিএসএল অনেক দুরে। সুতরাং, পেশোয়ার জালমির বড় অংকের অর্থের প্রস্তাবেও টলেননি তিনি।
তামিম জানিয়েছেন, পেশোয়ার তাকে বলেছে আগামী আসরেও যেন তিনি তাদের দলে খেলেন এবং অন্য কোন দলের সঙ্গে কথা না বলেন। আজ রাতেই ব্যাংককের উদ্দেশ্যে উড়াল দেবেন পিএসএলে আলো ছড়ানো এই ওপেনার।
১৯ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস