মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:৫৭:৩৪

অস্ট্রেলিয়ার বিপক্ষে বিসিবির দল ঘোষণায় চমক

অস্ট্রেলিয়ার বিপক্ষে বিসিবির দল ঘোষণায় চমক

স্পোর্টস ডেস্ক: দুটি টেস্ট ম্যাচ খেলার জন্য স্টিভ স্মিথের নেতৃত্বে আগামী ২৮ সেপ্টেম্বর বাংলাদেশ সফরে আসবে টিম অস্ট্রেলিয়া। আগামী ৯ অক্টোবর চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। পরের ম্যাচটি হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে। তবে মূল টেস্ট ম্যাচ খেলার আগে ফতুল্লা খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে একটি ৩ দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ বিসিবি একাদশ।

প্রস্তুতি ম্যাচটি হবে ৩ থেকে ৫ অক্টোবর পর্যন্ত। মঙ্গলবার প্রস্তুতি ম্যাচের জন্যে ১৩ সদস্যের বিসিবি একাদশ ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নির্বাচিত ১৩ ক্রিকেটারকে ২ অক্টোবর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রিপোর্ট করতে বলা হয়েছে।

এই দলে ভারত সফরে থাকা এনামুল হক বিজয়, সৌম্য সরকার, সাব্বির রহমান রুম্মন, শুভাগত হোম চৌধুরী, আল আমিন হোসেন, কামরুল হাসান রাব্বি, শফিউল ইসলামও সুযোগ পেয়েছেন।

বিসিবি একাদশের খেলোয়াড় : ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, মাহমুদুল হাসান, মো. মিঠুন, সৌম্য সরকার, সাব্বির রহমান রুম্মান, মোসাদ্দেক হোসেন সৈকত, শুভাগত হোম চৌধুরী, নাঈম ইসলাম, আল-আমিন হোসেন, কামরুল ইসলাম রাব্বি, আবু জায়েদ রাহি ও শফিউল ইসলাম।
২২ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে